টুকরো খবর
আবারও অস্ত্র উদ্ধার হল ইব্রাহিম মণ্ডলের বাড়ি থেকে। ডোমকল থানার মোরারিপুকুর গ্রামের ওই বাড়ি থেকে মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করেছিল ইব্রাহিম মণ্ডল-সহ বিহারের মুঙ্গের এলাকার দুই যুবককে। পুলিশ জানিয়েছে, ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে একটি রাইফেল, একটি ম্যাগাজিন-সহ ৬টি গুলি ও একটি পিস্তল পাওয়া গিয়েছিল। ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক দেবর্ষি দত্ত বলেন, “ইব্রাহিমকে জেরা করেই বৃহস্পতিবার রাতে ফের ওই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তারপরেই উদ্ধার হয়েছে আরও অস্ত্র।” পুলিশ এখন ইব্রাহিমকে জেরা করে জানতে চাইছে, আর কোথায় কোথায় অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। সেই সঙ্গে জানার চেষ্টা হচ্ছে, কাদের কাছে অস্ত্র বিক্রি করতেন ইব্রাহিম।

বৃহস্পতিবার রাতে শহরের খাগড়া এলাকায় সিপিএমের বহরমপুর জোনাল কমিটির কার্যালয় লাগোয়া একটি ক্লাবের ভিতর গুলিবিদ্ধ দেবু বিশ্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে কারা তাঁকে কেন গুলি করেছে সেই বিষয়ে পুলিশ শুক্রবারেও কোনও কিনারা করতে পারেনি। বহরমপুর থানার আইসি প্রমোদরঞ্জণ বর্মন বলেন, “ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। কারা, কী কারণে দেবু বিশ্বাসকে আক্রমণ করল তার তদন্ত চলছে।” ওই রাতে খাগড়ার মোল্লগেড়ের ধার এলাকায় সিপিএমের জোনাল কার্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ক্লাবের ভিতরে দুই বন্ধু শঙ্কর বিশ্বাস ও গৌতম রায়ের সঙ্গে বসেছিলেন দেবুবাবু। তখনই কয়েক জন দুষ্কৃতী বাইকে চেপে ওই এলাকায় গিয়ে গুলি ছোড়ে। পুলিশের অনুমান, ওই ক্লাবের দখল দখলদারি নিয়ে নিজেদের গোষ্ঠীর বিবাদের জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে।

জাল চেক দিয়ে সোনার গয়না কেনার অভিযোগে ধৃত এক যুবককে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল বহরমপুরের সিজেএম আদালত। তপন মুখোপাধ্যায় নামে হাওড়া জেলার বালি এলাকার ওই যুবককে বৃহস্পতিবার পুলিশের হাতে তুলে দেন বহরমপুর শহরের স্বর্ণ ব্যবসায়ীরা। পুলিশ তাকে শুক্রবার বহরমপুরের সিজেএম আদালতে হাজির করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আন্নাপ্পা ই বলেন, “ওই ব্যক্তি ইতিপূর্বে ফরাক্কা, জঙ্গিপুর ও বহরমপুরে বেশ কয়েক জন স্বর্ণ ব্যবসায়ীকে জাল চেক দিয়ে গয়না নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবারও বহরমপুরের একটি সোনার দোকানে একই কায়দায় কাজ হাসিল করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়। নাম ও ঠিকানা সে ঠিকঠাক বলেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

গত বৃহস্পতিবার সংস্কৃতে এম এ পরীক্ষা বয়কট করেছিলেন যে ২২ পরীক্ষার্থী, মাস খানেকের মধ্যেই তাঁদের পরীক্ষা নেওয়া হতে পারে। গত বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এম এ সংস্কৃতের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ছিল। সিলেবাস-বহির্ভূত প্রশ্ন দেওয়ার অভিযোগ তুলে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ২২ পরীক্ষার্থী পরীক্ষা বয়কট করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “ওই পরীক্ষার্থীদের যাতে মাস খানেকের মধ্যে ওই বিষয়ের নতুন করে পরীক্ষা নেওয়া যায় তার চেষ্টা চলছে।”

ভাগীরথীতে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুক্রবার বেলডাঙার সুজাপুরের বাসিন্দা বীরেশ্বর রায়ের (৪৬) দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার বিকেলে নৌকায় চেপে নদীতে মাছ ধরছিলেন বীরেশ্বরবাবু। জলের স্রোতে নৌকা উল্টে যায়। তারপর থেকে তাঁর খোঁজ মিলছিল না।

লরির ধাক্কায় মৃত্যু হয়েছে সুতির মহেশাইল গ্রামের এক স্কুল ছাত্রের। নাম নারায়ণচন্দ্র দাস (১৫)। সে মুরলিপুকুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল সে। মহেশাইলের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় নারায়ণের।

কান্দির রুদ্রবাটিতে কীটনাশক খাওয়ায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃত পবিত্রা বাগদির (৬১)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কীটনাশক খেয়েছিলেন তিনি। পরিবারের লোক তা জানতে পেরে পবিত্রাদেবীকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

অস্বাভাবিক মৃত্যু হয়েছে নবম শ্রেণির এক ছাত্রের। শান্তিপুরের হরিপুর হাইস্কুলের ওই ছাত্রের নাম সুমন পাটোয়ারি (১৫)। বাড়ি হরিপুর-মনসাবিল এলাকায়। শুক্রবার সকালে বাড়ির পাশে আমবাগানে তার দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, পড়াশোনা নিয়ে এ দিন সকালে সুমনকে বকুনি দিয়েছিলেন বাবা মানিক পাটোয়ারি। অনুমান, সেই অভিমানে আত্মহত্যা করেছে সে।
Previous Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.