মেসির সঙ্গে কলকাতা আসছেন ইউরোপের ২১টি ক্লাবের ফুটবলার
লিওনেল মেসিকে অধিনায়ক করে, তাঁর সঙ্গে ইউরোপের ২১টি ক্লাবের তারকাকে নিয়েই কলকাতায় খেলতে আসছেন আর্জেন্তিনা কোচ আলেসান্দ্রো সাবেইয়া।
রিকেলমে-ভেরনদের মতো আর্জেন্তিনা লিগে খেলা সব তারকাকে তিনি দলে নিয়েছেন শুধু দুটি ব্রাজিল ম্যাচের জন্য। কিন্তু কলকাতা ও ঢাকার ম্যাচের জন্য তিনি অনেক শক্তিশালী দল আনছেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি, ইন্টার মিলান, প্যারিস সাঁ জা, ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো, রোমা, নাপোলি, বেনফিকা, মার্সেইয়ের সব ফুটবলারকে নিয়ে। আর্জেন্তিনা লিগের এক জন কিপার আছেন শুধু। সদ্য হওয়া অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে দারুণ খেলেছেন দুটি পেনাল্টি বাঁচিয়ে।
আন্তর্জাতিকতার ছোঁয়া: মেসিদের দৌলতে যুবভারতীতে ড্রেসিংরুম বদলে যাচ্ছে। এতদিনে
হচ্ছে ফুটবলারদের আলাদা ক্যাবিনেট। যা বিদেশেই দেখা যায়। ছবি: উৎপল সরকার
কলকাতার জন্য ঘোষিত দলে মেসির সঙ্গে রয়েছেন সের্গেই আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, জেভিয়ার মাসচেরানো, অ্যাঞ্জেল দি’মারিয়ার মতো মহাতারকারা। নেই কার্লোস তেভেজ। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ঝামেলা চলছে, এ দিকে ক্লাব হাতে নেই। কোপা আমেরিকায় পেনাল্টি নষ্ট করে তিনি খলনায়ক। প্র্যাক্টিসে নেই। এই প্রেক্ষাপটে তাঁকে দলে নেননি সাবেইয়া।
তেভেজের মতো দলে নেই ইন্টার মিলানের চার তারকা। সবচেয়ে বেশি ম্যাচ খেলা জেভিয়ার জানেত্তির সঙ্গে ওয়াল্টার সামুয়েল, গ্যাব্রিয়েল মিলিতো, এস্তেবান কামবিয়াসো। নেই ফের্নান্দো গাগো। কিন্তু আর্জেন্তিনায় শোরগোল ফেলে ইন্টারে যোগ দেওয়া রিকার্ডো আলভারেজকে নিয়েছেন সাবেইয়া। তাঁর জমানায় যেমন মারাদোনার আমলের বিদ্রোহী রিকেলমে জাতীয় দলে ফিরেছেন, তেমনই ফিরলেন পরিত্যক্ত হয়ে যাওয়া পাঁচ নামী তারকা। মারাদোনা বা বাতিস্তা যাঁদের বাতিল করে দিয়েছিলেন। মার্টিন ডেমিসেলিস, জোনাস গুতিরেজ, নিকোলাস ওটামেন্ডি, লুইস গঞ্জালেস, লিসান্দ্রো লোপেজ।
মেসি, আগুয়েরো, হিগুয়াইন সবাই আসছেন। বাদ শুধু তেভেজ।
তেভেজ না থাকায় কলকাতার অনেকে হতাশ। কিন্তু তিনি না থাকলেও এই দল যে দারুণ শক্তিশালী মেনে নিচ্ছেন সবাই। অনেকেরই সন্দেহ ছিল, মেসিরা সত্যিই আসবেন কি না। দলে মেসি-আগুয়েরো-হিগুয়াইনের থাকার খবর জানার সঙ্গে ম্যাচের টিকিট বিক্রির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। অভিনেতা রনবীর কপূর পর্যন্ত এ দিন সাংবাদিক সম্মেলনে বলে দেন, তিনি আসবেন ম্যাচ দেখতে। সলমান খানের পরিবারের টিকিটের জন্য ফোন করেছেন চাঙ্কি পাণ্ডে। বলিউডের অনেক তারকাই আসছেন ম্যাচ দেখতে।
আর্জেন্তিনা সহকারী কোচ কামিনো বললেন, “আমরা সেরা টিমই আনছি। ভেনিজুয়েলা ভাল খেলেছে কোপায়। হাল্কা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।” আর্জেন্তিনা টিম সম্পর্কে বিশদে প্রশ্ন হলে সাংবাদিক সম্মেলনে কামিনোর উত্তর ছিল, “যা বলার বলবেন টিডি।” সকালে অবশ্য তেভেজের বাদ পড়া নিয়ে কামিনো বলছিলেন, “বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত ঠিক ছিল, তেভেজ আসবে। কিন্তু রাতে টিডি সাবেইয়া আমায় ফোনে বলেন, তেভেজ সাত দিনের ছুটি চেয়েছে। আমি তাই ওকে নিচ্ছি না। তেভেজের ক্লাব পর্যায়ে পারফরম্যান্সও ভাল নয়। ওর সময় ভাল যাচ্ছে না।” আর্জেন্তিনা কি ১ লক্ষ ২০ হাজার দর্শকের সামনে আগে খেলেছে? কামিনো বলে দিলেন, “সম্ভবত খেলেনি। হয়তো এটাই প্রথমবার খেলবে।”

কলকাতায় মেসি-ব্রিগেড
কিপার
সের্জিও রোমেরো (সাম্পদোরিয়া) ম্যাচ-২১, মারিয়ানো আন্দুহার (কাতানিয়া) ম্যাচ-৬, এস্তেবান আন্দ্রাদা (লানুস) ম্যাচ-০
ডিফেন্ডার
মার্তিন দেমিচেলিস (মায়াগা) ম্যাচ-৩৩, নিকোলাস বুর্দিসো (রোমা) ম্যাচ-৪৪, পাবলো জাবালেতা (ম্যাঞ্চেস্টার সিটি) ম্যাচ-১৫, নিকোলাস ওতামেন্দি (পোর্তো) ম্যাচ-১১, এজেকিয়েল গারায় (বেনফিকা) ম্যাচ-৩, নিকোলাস পারেহা (স্পার্টাক মস্কো) ম্যাচ-১, মার্কোস রোহো (স্পার্টাক মস্কো) ম্যাচ-৫, ক্রিস্তিয়ান আন্সালদি (রুবিন কাজান) ম্যাচ-২, ফেদেরিকো ফার্নান্দেজ (নাপোলি) ম্যাচ-২
মিডফিল্ডার
আঞ্জেল দি’মারিয়া (রিয়াল মাদ্রিদ) ম্যাচ-২৩, জেভিয়ার মাসচেরানো (বার্সেলোনা) ম্যাচ-৭৩, জেভিয়ার পাস্তোরে (প্যারিস সাঁ জাঁ) ম্যাচ-১০, লুচো গঞ্জালেজ (মার্সেই) ম্যাচ-৪৩, হোনাস গুতিয়েরেজ (নিউক্যাসল ইউনাইটেড) ম্যাচ-২০, এভের বানেগা (ভালেন্সিয়া) ম্যাচ-১১, রিকার্দো আলভারেজ (ইন্টার মিলান) ম্যাচ-০, ফাবিয়ান রিনাউদো (স্পোর্টিং) ম্যাচ-৩, হোসে সোসা (মেটালিস্ট) ম্যাচ-৭
ফরোয়ার্ড
লিওনেল মেসি (বার্সেলোনা) ম্যাচ-৬০, সের্জিও আগুয়েরো (ম্যাঞ্চেস্টার সিটি) ম্যাচ-৩০, গঞ্জালো হিগুয়াইন (রিয়াল মাদ্রিদ) ম্যাচ-১৬, লিসান্দ্রো লোপেজ (লিয়ঁ) ম্যাচ-৭, এদুয়ার্দো স্যালভিও (অ্যাটলেটিকো মাদ্রিদ) ম্যাচ-৩



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.