|
|
|
|
চালককে জখম করে ট্যাক্সি ছিনতাই নিউ টাউনে |
নিজস্ব সংবাদদাতা |
নিউ টাউনের প্রধান রাস্তায় রাতের নিরাপত্তা ব্যবস্থা যে এখনও তিমিরেই, তা ফের প্রমাণিত হল। বৃহস্পতিবার রাতে ওই রাস্তায় এক ট্যাক্সিচালককে জখম করে ট্যাক্সি ছিনতাই করে পালাল চার দুষ্কৃতী। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ সূত্রে খবর, বিকাশ সিংহ (২৭) নামে ওই ট্যাক্সিচালক রাত এগারোটা নাগাদ তপসিয়া থেকে চার যুবককে ট্যাক্সিতে তোলেন। তাদের কথামতো নিউ টাউনের রাস্তা ধরে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছিলেন চালক। তিনি বলেন, “নিউ টাউনের ডিএলএফ মোড়ের কাছে এসে এক যুবক আমাকে ট্যাক্সি থামাতে বলে। সেখানে নেমেই পাথর কুড়িয়ে আমার মাথায় জোরে মারে।” বিকাশবাবু আরও জানান, বাকি যুবকেরাও তাঁকে আক্রমণ করে। ক্ষুর দিয়ে মাথায় আঘাত করে তাঁকে ট্যাক্সি থেকে নেমে যেতে বাধ্য করে ওই যুবকেরা। বিকাশবাবু নামতেই ট্যাক্সি নিয়ে পালায় তারা।
বিকাশবাবু বলেন, “আমি রক্তাক্ত অবস্থায় পড়ে যাওয়ার কিছু পরেই একটা ট্যাক্সি এলে চালকের সাহায্য চাই। তিনি নিউ টাউন থানায় নিয়ে যান।” পুলিশ বিকাশবাবুকে আরজিকরে নিয়ে গেলে তাঁর মাথায় ও কপালে অনেকগুলি সেলাই পড়ে।
এই ঘটনার পরে যথারীতি নিউ টাউনের রাস্তায় রাতের পুলিশি টহল নিয়ে ফের প্রশ্ন উঠেছে। যে সময়ে এই ঘটনা ঘটে, তখন নিউ টাউনের রাস্তায় যথেষ্ট গাড়ি চলাচল করে বলে জানান ওই এলাকায় কাজ করতে আসা মানুষেরা। সেক্টর ফাইভের বহু কর্মী রাস্তার বিভিন্ন মোড় থেকে গাড়ি ধরেন। এক তথ্যপ্রযুক্তি কর্মীর অভিযোগ, “বছর খানেক আগে ওই রাস্তাতেই তথ্যপ্রযুক্তি কর্মীর অপহরণের ঘটনা ঘটেছিল। আর বৃহস্পতিবার আবার ট্যাক্সি ছিনতাইয়ের ঘটনা ঘটল। কী ভরসায় আমরা বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি ধরব বলতে পারেন?” উত্তর চব্বিশ পরগনা জেলা ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়নের জেলা সম্পাদক প্রমোদ ঝা বলেন, “বিকাশ সিংহ এয়ারপোর্ট স্ট্যান্ডের ট্যাক্সিচালক। আমাদের গভীর রাতে প্রায়ই ওই রাস্তা দিয়ে ট্যাক্সি নিয়ে যেতে হয়। আমরা বারবার পুলিশের কাছে ওই রাস্তায় নিরাপত্তা বাড়ানোর কথা বলেছি। কাজের কাজ যে কিছুই হয়নি এ দিনের ঘটনা তার প্রমাণ।” যদিও উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “ওই রাস্তায় নিয়মিত টহল দেয় নিউ টাউন থানার পুলিশ। বিভিন্ন মোড়ে পুলিশের ভ্যানও থাকে। বিশেষ নজরদারি করা হয় ওই রাস্তায়।”
তবুও নজরদারি এড়িয়ে কী ভাবে ওই ঘটনা ঘটল? পুলিশ সুপারের বক্তব্য, “পুরো ঘটনার তদন্ত চলছে। বিকাশবাবু সুস্থ হলে ভাল করে জিজ্ঞাসাবাদ করার পরেই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, কী ভাবে ঘটেছে তা নিয়ে মন্তব্য করা যাবে।” |
|
|
|
|
|