|
|
|
|
টুকরো খবর |
পুজো নিয়ে বৈঠক |
পুজো উদ্যোক্তাদের সবক’টি দফতরের অনুমোদন ‘সিঙ্গল উইন্ডো’-র মাধ্যমে পাওয়ার প্রক্রিয়া বোঝাতে শুক্রবার লালবাজারে বৈঠক করল পুলিশ। কলকাতা পুলিশের ৪৮টি থানা ও দক্ষিণ শহরতলির যে ক’টি থানা কলকাতা পুলিশের আওতায় আসবে, তার ওসি-দের বৈঠকে ডাকা হয়। যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম জানান, ১৫টি বরোয় চিহ্নিত করা ৮টি কেন্দ্র থেকে দমকল, পুরসভা ও সিইএসসি-র অনুমোদন মিলবে। ৫ থেকে ২০ সেপ্টেম্বর (সাড়ে ১০টা থেকে সাড়ে ৫টা, শনি-রবি বাদে) কেন্দ্রগুলিতে গিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের অনুমোদন নিতে হবে উদ্যোক্তাদের। পুলিশের কাছে মিলবে বিসর্জনের অনুমোদন। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ১০ সেপ্টেম্বর থেকে পুজো শেষ না হওয়া পর্যন্ত শহরে কোনও প্রকল্পের জন্য নতুন করে রাস্তা খোঁড়া হবে না। নিকাশি পাম্পিং স্টেশনগুলি ঠিক রাখা ও নিচু এলাকায় বাড়তি পাম্প রাখা হবে। |
গর্ভগৃহে সিসিটিভি |
কালীঘাট মন্দিরের গর্ভগৃহেও ক্লোজড সার্কিট টিভি বসাতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগেও নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না জানিয়ে মন্দিরের সর্বত্র সিসিটিভি বসাতে নির্দেশ দেওয়া হয়। শুক্রবার কালীঘাট মন্দির নিয়ে এক জনস্বার্থ মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবী শাক্য সেন প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চকে বলেন ইতিমধ্যে ৯টি সিসিটিভি বসেছে। কিন্তু গর্ভগৃহে সেবায়েতরা তা বসাতে দিতে রাজি নন। সেবায়েতদের বক্তব্য, গর্ভগৃহে রোজ প্রতিমার পোশাক পরিবর্তন করা হয়। সকলে তা দেখবেন, এমন হতে পারে না। ডিভিশন বেঞ্চ জানায়, পোশাক বদলের সময়ে বন্ধ রেখে বাকি সময়ে সিসিটিভি চালু রাখতে সরকারকে ব্যবস্থা নিতে হবে। মন্দিরের সামগ্রিক সংস্কারে রাজ্যের মুখ্য স্থপতিকে নতুন প্ল্যান জমা দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। |
প্রয়াত নৃত্যশিল্পী |
প্রয়াত হলেন বিশিষ্ট নৃত্যশিল্পী শম্ভু ভট্টাচার্য। বয়স হয়েছিল ৯৩। শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বাড়িতে পড়ে গিয়ে তাঁর মাথায় রক্তক্ষরণ হয়। ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয় তাঁকে। ১৮ অগস্ট তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। শুক্রবার বিকেলে লেক গার্ডেন্সে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পীর অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি ‘রানার’। ‘গুপি গাইন বাঘা বাইন’-এ তাঁর নির্দেশনায় ভূতের নাচ বিশ্ববন্দিত। শম্ভুবাবুর স্ত্রী, চার পুত্র ও দুই কন্যা রয়েছেন। |
|
|
|
|
|