|
|
|
|
বাগডোগরাতে ১৫-র প্রস্তুতি, বাগানে ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • বাগডোগরা |
সকালে জাতীয় পতাকা তোলা আর দিনভর টিভির সামনে বসে অলস সময় কাটানো নয়, জমকালো ভাবে স্বাধীনতা দিবস পালন করতে বাগডোগরায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল কংগ্রেস। বাগডোগরা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে এ বার স্বাধীনতা দিবসে এলাকার বিভিন্ন চা বাগান-সহ ১৬টি ক্লাবকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর নামে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে স্থানীয় কমলপুর চা বাগান ময়দানে হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন এলাকার বিধায়ক তথা দার্জিলিং জেলা (সমতল) কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। প্রতিযোগিতার বিজয়ী ও রানার্স আপ দলকে আর্থিক পুরস্কার দেবেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। উদ্বোধনের দিন জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে। উদ্যোক্তাদের দাবি, ফাইনালে ভাইচুং ভুটিয়াকেও সেখানে হাজির করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাগডোগরা অঞ্চল কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার জানান, এলাকার তরুণদের খেলাধূলায় উৎসাহ জোগাতেই এই পরিকল্পনা নিয়েছেন তাঁরা। তিনি বলেন, “শিলিগুড়িতে লিগ-সহ বেশ কয়েকটি প্রতিযোগিতা হলেও মহকুমার গ্রামাঞ্চলে তেমন কিছু নেই। অথচ বহু তরুণ ফুটবল নিয়ে উৎসাহী। তাঁদের উৎসাহ দিতেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।” প্রতিযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান নান্টু পালও। ব্যক্তিগত উদ্যোগে প্রতিযোগিতার জন্য বল ও নেটের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। নান্টুবাবু বলেন, “ক্রীড়া পরিষদ থেকেও আমরা গ্রামাঞ্চলে খেলাধুলায় উৎসাহ দিতে চাই। তার পরিকল্পনা চলছে। গ্রামের স্কুলগুলোকে কোচিং ক্যাম্প চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রতিভা খুঁজে বার করতে সাহায্য করবে বলেই ব্যক্তিগত ভাবে এগিয়ে এসেছি।” শিলিগুড়ির মহকুমার ৪টি ব্লক খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, নকশালবাড়ি এবং মাটিগাড়ায় স্বীকৃত কোনও ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয় না। অথচ বাগডোগরা, বিধাননগর, নকশালবাড়ির একসময়ে ফুটবলে যথেষ্ট নাম ছিল। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে। সিপিএমের যুব সংগঠনের তরফে এক সময়ে জমজমাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হত। বছর দুয়েক বন্ধ থাকার পরে এ বার ৮টি দলকে নিয়ে সেটি ফের চালু করা হয়েছে। কংগ্রেসের বক্তব্য, এলাকার অধিকাংশ তরুণের বিকেলের পরে কোনও কাজ নেই। অনেকেই নানা কুঅভ্যাসে জড়িয়ে পড়ছে। এলাকায় মদ, জুয়া-সহ নানা অপরাধমূলক কাজকর্ম বাড়ছে। বাগডোগরা অঞ্চল কংগ্রেস সভাপতির বক্তব্য, “ফুটবল প্রতিযোগিতা তরুণদের সুপথে ফেরাতে সাহায্য করবে। আর এই শুভ কাজ স্বাধীনতা দিবসেই শুরু করতে চাই।” পঞ্চায়েত নির্বাচনের পর ক্রিকেট প্রতিযোগিতাও চালু হয়েছে কংগ্রেসের উদ্যোগে। |
|
|
 |
|
|