টুকরো খবর |
|
বেলডাঙায় উদ্ধার অপহৃত চিটফান্ডকর্তা
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
অপহরণ হওয়ার তিন দিনের মাথায় মুর্শিদাবাদের রেজিনগরের সোমপাড়া থেকে উদ্ধার করা হল মালদহের চিটফান্ডের কর্ণধার অজয় কর্মকারকে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরকারীদের মোবাইলের টাওয়ার অনুসরন করে মঙ্গলবার রাতে ওই গ্রামে হানা দেয় পুলিশ। গ্রামেরই একটি ডেরা থেকে তাঁকে উদ্ধার করা হয়। ওই অপহরণ কান্ডের তদন্তে নেমে পুলিশ সোমবার রাতেই বেলডাঙা এলাকা থেকে দু-জনকে আটক করেছিল। তাদের জেরা করে রাতে ওই গ্রামের নামও জানতে পেরেছিল পুলিশ। এ দিন সকালে আরও এক জনকে আটক করা হয়। ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করার সময়ে পুলিশ তাদের কথাবার্তায় অসংলগ্নতা খুঁজে পায়। পরে তিন জনকেই গ্রেফতার করা হয়। শনিবার মালদহ থেকে কলকাতায় আসার পথে বেলডাঙায় গাড়ি থামিয়ে অপহরণ করা হয় অজয়বাবুকে। পরে তাঁর বাড়িতে ৫০ লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়েছিল।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
নদিয়ার রানাঘাটের শ্যামনগর পঞ্চায়েতের কীর্তিনগর গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। নাম চন্দনা দেবনাথ (২৩)। সোমবার রাতে ঘরে তাঁর দেহ ঝুলতে দেখেন বাড়ির লোক। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার করে চন্দনাদেবীর স্বামী প্রতাপ দেবনাথকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে চন্দনাদেবী আত্মহত্যা করেছেন। তাঁর বাপের বাড়ির লোকের অভিযোগ, প্রতাপের সঙ্গে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। তা নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। তার জেরেই চন্দনাদেবী আত্মহত্যা করেছেন। বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল চন্দনাদেবীর। তাঁর বছর তিনেকের একটি মেয়ে আছে। |
|