বহরমপুর রবীন্দ্রমেলা কমিটি ২১ শ্রাবণ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান উদযাপন করল। রবীন্দ্রমেলা কমিটি সদস্যদের সমবেত রবীন্দ্রসঙ্গীত, বেহালায় রবীন্দ্রসঙ্গীত, একক আবৃত্তি ছাড়াও ছিল ঠাকুর পরিবার ও মুর্শিদাবাদ বিষয়ক আলোচনা। লালবাগের সুভাষচন্দ্র শতবাষির্কী কলেজও কবির প্রয়াণ দিবস উদযাপন করে। কলেজ প্রাঙ্গনের অনুষ্ঠানে ছিল আলোচনা, শ্রুতি নাটক, রবীন্দ্রসঙ্গীত, স্বরচিত কবিতা পাঠও। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহযোগিতায় ২১ ও ২২ শ্রাবণ দু-দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। রবীন্দ্র প্রয়াণ দিবস উদযাপন করল কান্দি পুরসভাও। ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল কবিতা, আঁকা, গান, প্রবন্ধ, রবীন্দ্রনাথকে নিয়ে ক্যুইজ। দ্বিতীয় দিন বিকেল ৪টে থেকে কান্দি এলাকার ১০টি সাংস্কৃতিক সংস্থা সঙ্গীত-আলেখ্য, সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে। এ ছাড়াও ছিল সুরীতি আবৃত্তি সংস্থার কবিতা আলেখ্য ‘আমি তোমাদেরই লোক’।
|
গত ২৭ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত কৃষ্ণনগর রবীন্দ্রভবনে রবীন্দ্র সার্ধ-শতবর্ষ অতিক্রমণ উপলক্ষে রবীন্দ্র নাটক, নৃত্যনাট্য ও নৃত্যালেখ্য অনুষ্ঠিত হয়েছে। ওই উৎসবের আয়োজন করে কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ। জেলাপ্রশাসন, জেলা যুবকরণ, জেলা তথ্য দফতর, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, কৃষ্ণনগর পুরসভা ও কৃষ্ণনগর পুর-যুবকরণ যৌথ ভাবে সোম ও মঙ্গলবার দু-দিন ব্যাপী কবি প্রণাম-এর আয়োজন করে। কৃষ্ণনগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে রবীন্দ্র-বিষয়ক আলোচনা সভা ও প্রতিযোগিতা আয়োজিত হয়। |