|
|
|
|
খুশি খড়্গপুর পুর-কর্তৃপক্ষ |
উন্নয়নে বাড়তি দেড় কোটি টাকা |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
শহরের উন্নয়নে রাজ্য পুর-দফতর থেকে বাজেট বহির্ভূত ১ কোটি ৬৬ লক্ষ টাকা পেল খড়গপুর পুরসভা। এই অর্থে মূলত রাস্তা ও নিকাশি নালা সংস্কারের কাজই করা হবে। বাজেট বহির্ভূত অর্থ পেয়ে খুশি পুর-কর্তৃপক্ষও। পুরপ্রধান জহরলাল পাল বলেন, “বাড়তি অর্থ বরাদ্দ হওয়ায় শহরের উন্নয়ন-কাজে আরও গতি আসবে। পরিকল্পনা চূড়ান্ত করে শীঘ্রই কাজ শুরু করে দেওয়া হবে।”
রেলশহর খড়গপুর নানা সমস্যায় জর্জরিত। শহরের একটা বড় অংশ জুড়ে রয়েছে রেল এলাকা। আগে রেল এলাকা পুরসভার অধীনেও ছিল না। কিন্তু এখন রয়েছে। স্বাভাবিক ভাবেই পুরসভার উপরে কাজের চাপ বেড়েছে। কিন্তু শহর উন্নয়নে তৃণমূল পরিচালিত পুরবোর্ড তেমন তৎপর নয় বলে অভিযোগ। খড়গপুরে পানীয় জলের সমস্যা নতুন নয়। বেশ কয়েকটি ওয়ার্ডে এই সমস্যা মাঝেমধ্যেই প্রকট হয়ে ওঠে। জলের জন্য হাহাকার পড়ে যায়। নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই শহরের রাস্তায় জল জমে। নালাগুলো নিয়মিত পরিষ্কার হয় না। ফলে জমা জল নামতেও সময় লাগে। বর্ষার সময়ে কাদা-জল পেরিয়েই যাতায়াত করেন শহরবাসী। বেশ কয়েকটি রাস্তা আবার দীর্ঘ দিন ধরে সংস্কার হয়নি। ফলে রাস্তা জুড়ে খানাখন্দ তৈরি হয়েছে। বেহাল রাস্তায় প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। নাগরিকদের ন্যূনতম চাহিদা পূরণেও পুরবোর্ড ব্যর্থ বলে নানা মহল থেকে বারে বারেই অভিযোগ উঠছে।
কয়েকটি ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, তা মানছেন পুরপ্রধানও। তাঁর বক্তব্য, “শহরে উন্নয়নের নানা কাজ চলছে। আরও কয়েকটি রাস্তা সংস্কারের কাজও শীঘ্রই শুরু হবে।” তাঁর দাবি, “প্রয়োজনীয় অর্থের অভাবেই কিছু কাজ শুরু করা যাচ্ছে না।” তবে এ বার যে অর্থ বরাদ্দ হয়েছে তাতে খুশি পুরসভা। পুরপ্রধান জানান, খড়গপুরের জন্য সব মিলিয়ে ৩ কোটি ৫৬ লক্ষ ২৩ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য পুর-দফতর। এর মধ্যে প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকা বাজেট-বহির্ভূত। এই অর্থে কী কী কাজ হবে, তা পুর-কর্তৃপক্ষই ঠিক করবেন। বরাদ্দ অর্থে দ্রুত শহর উন্নয়নের কাজ শুরু হবে বলে পুরসভা সূত্রের খবর। পুরসভার এক আধিকারিক বলেন, “এই ১ কোটি ৬৬ লক্ষ টাকায় কী কী কাজ হবে সে নিয়ে আগে থেকে পরিকল্পনা তৈরি করা নেই। তবে বরাদ্দ যখন মিলেছে তখন শীঘ্রই পরিকল্পনা চূড়ান্ত করা হবে।” |
|
|
 |
|
|