টুকরো খবর

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বসিরহাটের মিনাখাঁর চৈতল বটতলার কাছে দেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মোটর সাইকেল চুরি করে পালানোর সময় বছর পঁয়ত্রিশের ওই যুবকের মৃত্যু হয়। এসডিপিও আনন্দ সরকার বলেন, “দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে তিন ব্যক্তি মালঞ্চে আসে। রাতের শেষ গাড়ি চলে গিয়েছেএই কথা বলে আশ্রয় চান স্থানীয় ব্যবসায়ী বিক্রম মণ্ডলের কাছে। বিক্রমবাবু তাঁদের নিজের দোকানঘরে থাকতে দেন। পরদিন ভোরে উঠে বিক্রমবাবু দেখেন দোকানঘর খোলা। তাঁর মোটরসাইকেলটি উধাও। উধাও ওই তিন ব্যক্তিও। এ দিকে এই সময়েই এক ব্যক্তির দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। বিক্রমবাবু দেহটি দেখে জানান, মৃত ব্যক্তি তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া ব্যক্তিদেরই একজন। মোটরসাইকেলটিও তাঁর বলে জানান তিনি। পুলিশের কাছে তিনি জানান, নিজেদের নদিয়ার বাসিন্দা বলে দাবি করে রাতে থাকার আবেদন জানিয়েছিল ওই তিন ব্যক্তি। পুলিশ জানায়, মৃতের মাথায় ক্ষতচিহ্ন ছিল। তবে তা মোটরবাইক চুরি করে পালাতে গিয়ে পড়ে গিয়ে না অন্য কারণে তা খতিয়ে দেখছে পুলিশ। তার দুই সঙ্গীরও তল্লাশি শুরু হয়েছে।

রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে হাওড়াতেও মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে পালন করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ওই দিন সকালে শিবপুর পুলিশ লাইন থেকে একটি শোভাযাত্রা বেরিয়ে এসে শেষ হয় শরৎসদনে। শোভাযাত্রায় পা মেলান রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় এবং ফিরহাদ (ববি) হাকিম। এ ছাড়াও ছিলেন রাজ্য ও জেলার পুলিশের কর্তা এবং বিশিষ্টজনেরা। শরৎসদনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে যোগ দেন পুলিশকর্মীরা। এ ছাড়াও ওই দিন সকাল থেকে জেলার প্রতিটি থানায় বাজে রবীন্দ্রসংগীত। রাতে থানাগুলি সাজানো হয় রঙিন আলো দিয়ে। পুলিশ সুপার রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “প্রতিটি থানায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন করা হয়েছে।” হাওড়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মঙ্গলবার যোগেশচন্দ্র বালিকা বিদ্যালয়ে পালিত হয় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং বিশিষ্টজনেরা হাজির ছিলেন। উলুবেড়িয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর এবং উলুবেড়িয়া পুরসভার যৌথ উদ্যোগেও ওই দিন পালিত হয় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। সকালে হয় শোভাযাত্রা বিকেলে রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাগনানের আন্টিলা বাগাবেড়িয়া প্রগতিশীল পাঠাগারের উদ্যোগে পালিত হয় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস।

নিজের জমিতেই কৃষককে চাষ করতে দিচ্ছে না সিপিএম এই অভিযোগে মঙ্গলবার পাণ্ডুয়ায় প্রতিবাদ সভা করল তৃণমূল। এ দিন বিকেলে পাণ্ডুয়ার তারাজোল গ্রামের কলুপুকুর মোড়ে ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের দুই বিধায়ক বেচারাম মান্না, অসীমা পাত্র এবং দলের পাণ্ডুয়া ব্লক সভাপতি আনিসুল ইসলাম। প্রশাসন সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি পাণ্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতের তারাজোল গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ মণ্ডল নিজের ৫ বিঘা জমিতে খেতমজুর লাগিয়ে কাজ করছিলেন। সে সময়ে সিপিএমের কৃষক সভার মহিলারা এসে তাদের মারধর করেন। ঘটনাস্থলে এসে আক্রান্ত হন পুলিশকর্মীরাও। আব্দুল লতিফের অভিযোগ, তাঁদের ২০ বিঘা জমি নিয়ে আদালতে মামলা চলছে। সেই বিবাদের জেরেই সিপিএম তাঁকে চাষ করতে বাধা দিচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নামে তৃণমূল। গত ১ অগস্ট তারা মিছিল করে। এ দিনের সভায় কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। সিঙ্গুরে কৃষিজমি আন্দোলনের নেতা তথা হরিপালের বিধায়ক বেচারামবাবু বলেন, “দলীয় নির্দেশ মেনে আমাদের কর্মীরা বদলা চান না। তাই তাঁরা আইন হাতে তুলে নেননি। কিন্তু, নিজের জমিতে কৃষককে চাষ করতে দেবে না, এটা কী করে মানা সম্ভব? সিপিএম এ বার অন্তত সন্ত্রাস থেকে বিরত হোক।”সিপিএম নেতৃত্ব অবশ্য যথারীতি অভিযোগ মানেননি। তাঁদের বক্তব্য, ওই ঘটনায় দলের কোনও কর্মী জড়িত নন। তৃণমূল মিথ্য বদনাম রটাচ্ছে।

নতুন রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে হুগলির বিভিন্ন বিডিও অফিসে স্মারকলিপি দিল ঝাড়খণ্ড দিশম পার্টি। মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তারা ওই কর্মসূচি নেয়। দিশমের অভিযোগ, তৃণমূল সরকারে আসার পর থেকে গরিব মানুষের হাত থেকে জমি কেড়ে নিচ্ছে, বাস্তু থেকে তাঁদের উচ্ছেদ করা হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েতে দুর্নীতি চলছে। এ সবেরই প্রতিবাদে এ দিন হরিপাল, ধনেখালি, তারকেশ্বর এবং পোলবা-দাদপুর বিডিও অফিসে এ দিন স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। দিশম নেতা লক্ষ্মীকান্ত হাঁসদার অভিযোগ, আদিবাসীদের নিজস্ব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, তার অধিকাংশই তারা পালন করছে না।

সোমবার রাতে আরামবাগের হরিণখোলা ১ পঞ্চায়েতের তালা ভেঙে চুরি হয়ে গেল। মঙ্গলবার সকালে অফিস খুলতে এসে কর্মীরা দেখেন, কোলাপ্সিবল গেট থেকে শুরু করে সব ক’টি দরজার তালা ভাঙা। পঞ্চায়েত প্রধান অজিত রায়কে খবর দেওয়া হয়। তিনি পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ জানায়, কম্পিউটারের একটি এলসিডি মনিটর, টাকা-সহ কিছু জিনিস চুরি গিয়েছে। কাগজপত্র তছনছ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান।

সম্প্রতি হুগলির মহসিন কলেজের ১৭৫ তম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্রভবনে। ওই দিনই ছিল হাজি মহম্মদ মহসিনের ২৭৯ তম জন্মদিবস। শিক্ষাপ্রসারে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন বিশিষ্ট জনেরা। হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিজ্ঞানী রাকেশ পোচার, হুগলি-চুঁচুড়ার পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় প্রমুখ।

শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বেসু-র ছাত্রাবাস থেকে মঙ্গলবার রাতে এক ছাত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর নাম অভিজিৎ মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র সম্ভবত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে তার কারণ জানা যায়নি। ছাত্রটি এসএসকেএম হাসপাতালে ভর্তি।

‘অপারেশন’ চালানোর আগেই আগ্নেয়াস্ত্র-সমেত ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল চণ্ডীতলা থানার পুলিশ। সোমবার রাতে চণ্ডীতলার কুমিড়মোড়া থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তবে, তাদের তিন সঙ্গী পালিয়ে গিয়েছে। সোমবার ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। সকলকেই চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। দুষ্কৃতীদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, তাদের সকলেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের বিভিন্ন এলাকায়। তাদের কাছে খবর ছিল সোমবার রাতে অহল্যাবাঈ রোড দিয়ে একটি গাড়িতে করে ১০ লক্ষ টাকা নিয়ে যাওয়া হবে। সেই টাকা ছিনতাই করার উদ্দেশ্যেই তারা একটি পেট্রোল পাম্পের সামনে নির্জন জায়গায় অপেক্ষা করছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.