|
|
|
|
আপিল মামলার শুনানি |
তাপসীকে কেন খুন করবেন সুহৃদ, প্রশ্ন হাইকোর্টের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিম্ন আদালতে সিঙ্গুরের তাপসী মালিক হত্যা মামলায় দুই সিপিএম নেতা ও কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। দণ্ডিত দু’জন কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন। মঙ্গলবার সেই আপিল মামলার শুনানি শুরু হয়েছে। দণ্ডিতদের অন্যতম, সিপিএম নেতা সুহৃদ দত্তের পক্ষে সওয়াল করতে উঠে আইনজীবী বলাই রায় প্রশ্ন তোলেন, তাপসীকে ওই নেতা হত্যা করবেন কেন?
২০০৬ সালের ১৮ ডিসেম্বর সিঙ্গুরে টাটা মোটরসের জমিতে তাপসী মালিকের দেহ পাওয়া যায়। মাটিতে গর্ত করা উনুনের মধ্যে অর্ধদগ্ধ অবস্থায় পড়ে ছিল দেহটি। অভিযোগ ওঠে, তাপসীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল ওঠে তখনকার শাসক দল সিপিএমের দিকে। সেই ঘটনা নিয়ে প্রথমে তদন্ত শুরু করে সিআইডি। পরে বিরোধী আন্দোলনের চাপে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় রাজ্যের তদানীন্তন বামফ্রন্ট সরকার।
সিবিআই ওই ঘটনার তদন্তে নেমে সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য সুহৃদ দত্ত এবং ওই দলের সদস্য দেবু মালিক-সহ কয়েক জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। নিম্ন আদালত সুহৃদ ও দেবুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। দণ্ডিত দু’জন হাইকোর্টে আপিল মামলা করেন। হাইকোর্ট ওই আপিল মামলা বিচারের জন্য গ্রহণ করে দুই বন্দিকে জামিনে মুক্তি দেয়। দু’জনেই এখন জামিনে মুক্ত। এ দিন আপিল মামলার শুনানি শুরু হয় বিচারপতি গিরিশ গুপ্ত ও বিচারপতি রঘুনাথ রায়ের ডিভিশন বেঞ্চে।
শুনানির প্রথম দিনেই সুহৃদ দত্তের পক্ষে সওয়াল করেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বলাই রায়। তিনি বলেন, তাপসী মালিক এমন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না যে, তাঁকে খুন করলে কারও কোনও রাজনৈতিক স্বার্থ সিদ্ধ হত। তখনই তিনি প্রশ্ন তোলেন, সুহৃদ দত্তের মতো জেলার এক জন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি কেন তাপসী মালিককে হত্যা করবেন? তাঁর মন্তব্য, সিবিআই যে-পলিগ্রাফ পরীক্ষা করিয়েছিল, তাতেও তেমন তথ্য পাওয়া যায়নি।
বলাইবাবু আদালতকে জানান, সিঙ্গুরে টাটাদের কারখানা গড়ার জন্য জমি অধিগ্রহণ করে দিয়েছিল রাজ্য সরকার। তার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। অনিচ্ছুক চাষিরা জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করছেন বলে বিরোধী রাজনৈতিক দলের দাবি। কিন্তু সিঙ্গুরে টাটাদের প্রকল্প এলাকায় তাপসী মালিকের পরিবারের কোনও জমিই ছিল না। তাই তাদের জমি অধিগ্রহণের প্রশ্ন নেই। সেই অর্থে তাঁর পরিবার অনিচ্ছুক চাষিও নয়। তা হলে তাঁকে হত্যা করা হবে কেন, সেই প্রশ্ন তোলেন বলাইবাবু। আজ, বুধবারেও সওয়াল করবেন তিনি। অন্য দিকে, সিবিআইয়ের পক্ষে সওয়াল করবেন আইনজীবী হিমাংশু দে। |
|
|
 |
|
|