তেলের দাম কমায় সুবিধা হবে মূল্যবৃদ্ধি রোধে, আশা প্রণবের
ঙ্কটের মেঘের মধ্যেও রুপোলি রেখা খোঁজার চেষ্টা করছে মনমোহন সরকার। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আশা করছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্যের দাম কমায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কিছুটা সুবিধেই হবে সরকারের।
আন্তর্জাতিক অর্থনীতিতে ফের মন্দার আশঙ্কায় গোটা বিশ্বের শেয়ার বাজারে যে ভাবে ধস নামছে, তার বিরুদ্ধে লড়াইয়ে মনমোহন সরকারের প্রধান লক্ষ্য এখন ভারতের বাজারের প্রতি আস্থা অটুট রাখা। সেই লক্ষ্যেই অর্থমন্ত্রী বারবার বলছেন, ভারতের অর্থনীতির ভিত যথেষ্ট মজবুত। তা ছাড়া, বাজারে নগদের জোগান যাতে পর্যাপ্ত থাকে, তার জন্য রিজার্ভ ব্যাঙ্কও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কাজেই মার্কিন অর্থনীতিতে আবার মন্দার আশঙ্কা বা ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে সঙ্কট দেখা দিলেও, ভারতে আশঙ্কার কোনও কারণ নেই। একই কথা বলছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রধান সি রঙ্গরাজনও। ভারতের শেয়ার বাজারে ধস ঠেকাতে মনমোহন সরকারের এই স্বস্তিবচনে রসদ জুগিয়েছে মূল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাক্স। তারা জানিয়েছে, স্বল্প মেয়াদে ভারতের বাজার তেজিই থাকবে। সে কথা মনে করিয়ে দিয়েই প্রণববাবু আজ বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই কিছু সংস্থা ভারতের রেটিং বাড়িয়েছে। এর অর্থ আমাদের মূল ভিত্তি মজবুতই আছে এবং আর্থিক সঙ্কটমুক্তি ইতিবাচক দিকেই এগোচ্ছে।”
তবে প্রণববাবু আশার আলো দেখছেন অন্য দিকে। মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৭ ডলার থেকে ১০২ ডলারে নেমে এসেছে। কারণ, বাজার দুর্বল হওয়ার ইঙ্গিতে চাহিদাও দুর্বল হতে শুরু করেছে। এতে ভারতে মূল্যবৃদ্ধি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে প্রণববাবুর আশা। চলতি সপ্তাহে সংসদের আলোচনায় সরকার বারবারই মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে পণ্য ও অপরিশোধিত তেলের অত্যধিক দামকেই দায়ী করেছে। আজ অর্থমন্ত্রী বলেন, “আমি মনে করি, তেল ও অন্যান্য পণ্যের দাম কমবে, যা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমাদের সাহায্য করবে।” অপরিশোধিত তেলের দাম কমলে পেট্রোল-ডিজেল-কেরোসিনের উপর সরকারের ভর্তুকির বহরও কমবে বলেও আশা করছেন প্রণববাবু। তবে আন্তর্জাতিক বাজারে অপিরিশোধিত তেলের দাম নিয়ে পুরোপুরি ‘সন্তুষ্ট’ নন অর্থমন্ত্রী। তাঁর মতে, এখনও তেলের দাম যথেষ্টই চড়া। ভারতের শেয়ার বাজারে আজ সকালের দিকে ধস নামলেও পরে যে ভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে, তা-ও ভরসা জোগাচ্ছে মনমোহন সরকারকে। প্রণববাবুর যুক্তি, এশিয়ার অন্যান্য বাজারের তুলনায় ভারতের পরিস্থিতি যথেষ্ট ভাল। তবে এখনই যে তিনি কোনও রকম ভবিষ্যৎবাণীতে যেতে চাইছেন না, তা-ও স্পষ্ট জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রধান রঙ্গরাজনের অবশ্য আশা, কয়েক দিনের মধ্যেই শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে। কয়েক দিন আগেই আর্থিক বৃদ্ধির হার ৮.২ শতাংশ হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। মার্কিন অর্থনীতিতে ধসের ফলে ভারতে আর্থিক বৃদ্ধির হার আরও কমার আশঙ্কা দেখছেন না রঙ্গরাজন। তাঁর যুক্তি, আমেরিকার আর্থিক বৃদ্ধির শ্লথ গতি ধরে নিয়েই তাঁরা এ দেশের আর্থিক বৃদ্ধির হার হিসেব করেছেন। কাজেই এখনই ওই হার সংশোধন করার কোনও প্রয়োজন নেই। আর প্রণববাবু বলেছেন, “চ্যালেঞ্জ অবশ্যই আছে। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতাও আমাদের আছে। সকলের প্রচেষ্টা, বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্কের সহযোগিতায় আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারব।” দু’জনের বক্তব্য থেকেই স্পষ্ট, মন্দার আশঙ্কার বিরুদ্ধে লড়াইয়ে স্বস্তিবচনই এখন তাঁদের প্রধান অস্ত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.