টুকরো খবর
|
ডাকাতি রুখতে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
শহরে বাড়তে থাকা চুরি ডাকাতি রুখতে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য নিল পুলিশ। রবিবার রাতে বোলপুরের নেতাজি রোড এলাকার সোনাপট্টিতে একটি সোনার দোকানে দু’টি তালা ও দরজা কেটে ডাকাতি হয়েছিল। ঘটনার পর দোকানটি সিল করে দিয়েছিল পুলিশ। জেলা পুলিশ সুপার নিশাদ পারভেজ বলেন, “কলকাতার ভবানী ভবন থেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা এসেছিলেন। ওই সোনার দোকানে ১০টি ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছে। তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।” সম্প্রতি ওই রাস্তার উপর বেশ কিছু দোকানে, বাঁধগোড়া এলাকার বিভিন্ন মন্দিরে এবং শান্তিনিকেতন শ্রীনিকেতন এলাকায় বেশ কিছু চুরি ছিনতাই হয়েছে। একাধিক চুরি ডাকাতির ঘটনার এখনও কোনও হদিশ মেলেনি।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নানুর |
অস্বাভাবিক মৃত্যু হল এক দম্পতির। সোমবার রাতে নানুরের বেলুটি গ্রামে নিজেদের বাড়ি থেকেই তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদের নাম মাখন সূত্রধর (২৪) ও বুলি সূত্রধর (১৯)। বছরখানেক আগে বেলুটির বাসিন্দা মাখনবাবুর সঙ্গে বিয়ে হয় বর্ধমানের মাহাতো গ্রামের বুলিদেবীর। বাসিন্দারা জানান, নেশা করা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রী’র ঝামেলা হত। মাখনবাবুর বাবা বাবলু সূত্রধর বলেন, “সোমবার রাতেও দু’জনের অশান্তি হয়েছিল। মঙ্গলবার সাড়া না পেয়ে দরজা ভাঙতেই এই দৃশ্য দেখা যায়।”
|
ঘেরাও প্রধান
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রাস্তা, বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করলেন মহিলারা। মঙ্গলবার রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির দখলবাটি পঞ্চায়েতের প্রধানকে ছেতুনিমাঠ পাড়ার প্রায় ৫০ জন মহিলা ঘেরাও করেন। পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মণ্ডল বলেন, “ওই এলাকায় মোরাম রাস্তা করার জন্য ৮০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। কিন্তু সেচ দফতরের ক্যানালপাড় ছাড়া কোনও রাস্তা নেই।”
|
বিস্ফোরক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
মুদির দোকান থেকে উদ্ধার হল ডিটোনেটর এবং জিলেটিন স্টিক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে মুরারইয়ের রাজগ্রাম বাজারে। পুলিশ জানায়, দোকান মালিক মধু শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রাজগ্রামেই। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার বিকেলে ওই দোকানে হানা দেয়। চাল, ডাল-সহ মুদিখানার অন্য সামগ্রীর সঙ্গে উদ্ধার হয় ৪০০টি ডিটোনেটর এবং ৫০০টি জিলেটিন স্টিক। এ দিন ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক তাঁর ৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
আলোচনাসভা |
নতুন সরকারের প্রযুক্তিগত শিক্ষা পদ্ধতি, বিদ্যালয় পরিদর্শকদের গুণগত মান এবং তাদের ক্ষমতায়ন নিয়ে সোমবার একটি আলোচনাসভার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী বিদ্যালয় পরিদর্শক ফোরাম। আলোচনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা বিভাগের উপ অধিকর্তা দিব্যগোপাল ঘটক। বীরভূমের বিদ্যালয় পরিদর্শক ছাড়াও মুর্শিদাবাদ, মালদা ও বর্ধমানের পরিদর্শকদের একাংশ উপস্থিত ছিলেন এই আলোচনায়। |
|