
খেলার টুকরো খবর
|
বাঁকুড়ায় ফুটবল
|
 |
বাঁকুড়া পুরসভা চ্যালেঞ্জ ট্রফিতে চ্যাম্পিয়ন হল ১৭ নম্বর ওয়ার্ড। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল শনিবার, বাঁকুড়া স্টেডিয়ামে। শহরের ২৩টি ওয়ার্ডের প্রতিটি থেকে দল তৈরি করে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল পুরসভা। ফাইনাল ম্যাচে ১১ নম্বর ওয়ার্ডকে ২-১ গোলে হারিয়ে খেতাব জেতে ১৭ নম্বর ওয়ার্ড। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক স্বপন পণ্ডিতকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ও আবাসনমন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। শহরের প্রতিটি ওয়ার্ডের মধ্যে সুসম্পর্ক তৈরি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য বলে জানান বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা।
|
আদ্রা ফুটবল লিগ |
আদ্রা রেলশহরে ভেটেরন্স ক্লাবের উদ্যোগে চলছে আদ্রা ফুটবল লিগ। আজ, বুধবার লিগের ফাইনাল খেলা। গত ৩ জুলাই থেকে আদ্রার সেরসা ময়দানে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। যোগ দিয়েছিল ২০টি দল। প্রথমে লিগ ও পরে নক-আউট পর্যায়ে খেলা হওয়ার পরে সোমবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় রামপুরডি ও রঙ্গিলাডি দল। সাডেনে ডেথে ৮-৭ গোলে জিতে ফাইনালে ওঠে রঙ্গিলাডি। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল হয় এসএসএ এবং বহড় দলের মধ্যে। এসএসএ ২-০ গোলে জয়ী হয়ে ফাইনালে ওঠে। আজ, ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন আদ্রা রেল আধিকারিকেরা।
|
সফল অ্যাথলিট |

অসিত হাঁসদা |
ইস্ট জোন চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে সোনা পেয়েছে আদ্রার কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র অসিত হাঁসদা। গত ১-৩ অগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতাতেই বড় মাপের সাফল্য পেয়েছে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের সঞ্জয় বাউরি। অনূর্ধ্ব ১৪ বিভাগের ট্রায়াথলন এবং লং জাম্পে সোনা জিতেছে সঞ্জয়। অনূর্ধ্ব ২০ বিভাগের জ্যাভিলন থ্রোয়ে রুপো জেতে বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙার বাসিন্দা অনিমেষ মুখোপাধ্যায়। সঞ্জয় ও অনিমেষ ইন্টার জোন মিটের জন্য নির্বাচিত হয়েছে। |
|
দিবস-শুভম |
 |
রাজ্যস্তরের আন্তঃস্কুল টেবল টেনিস প্রতিযোগিতার ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পুরুলিয়ার মিউনিসিপ্যাল ম্যানেজড হাইস্কুলের দুই ছাত্র দিবস জয়সওয়াল ও শুভম পাল। দিবস সপ্তম শ্রেণি ও শুভম অষ্টম শ্রেণির ছাত্র। ১-৩ অগস্ট কলকাতার ক্ষদিরাম অনুশীলন কেন্দ্রে হওয়া ওই টেবল টেনিস প্রতিযোগিতায় শহরের দুই ছাত্রের সাফল্যের জন্য রবিবার পুরুলিয়া ক্লাবে তাদের সংবর্ধনা দেন এলাকার তৃণমূল বিধায়ক কে পি সিংহদেও।
|
চ্যাম্পিয়ন ঝিলিমিলি |
আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের রানিবাঁধ জোনের খেলায় চ্যাম্পিয়ন হল ঝিলিমিলি হাইস্কুল। শুক্রবার রানিবাঁধ হাইস্কুল মাঠে ফাইনালে তারা টাইব্রেকারে দেউলিশুক্লা হাইস্কুলকে ৫-৪ গোলে হারায়। ২৭ জুলাই প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। এতে রানিবাঁধ জোনের ১৮টি দল যোগ দিয়েছিল।
|
ফুটবল লিগ প্রতিযোগিতা |
 |
ছবি: সব্যসাচী ইসলাম। |
৭ অগস্ট থেকে রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হয়েছে মহকুমা ফুটবল লিগ প্রতিযোগিতা। প্রথম ডিভিশনে ১২টি দল ও দ্বিতীয় ডিভিশনে ৮টি দল যোগ দিয়েছে। সোমবার প্রথম ডিভিশনের খেলায় রামপুরহাট কোচিং সেন্টার (জুনিয়র) ২-০ গোলে মুরারই গুসকরা বান্ধব সমিতিকে হারায়। মঙ্গলবার প্রথম ডিভিশনের খেলায় রামপুরহাট শুভেচ্ছা স্পোর্টিং নলহাটি ঝাউপাড়া মুখোমুখি হয়। দু’দলই ১টি করে গোল করে। |
|