টুকরো খবর |
সভাপতির পদত্যাগ মন্তেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
ইস্তফা দিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাধন দাস। মঙ্গলবার দুপুরে তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করে মহকুমা প্রশাসন। কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “নিয়মানুযায়ী মাসখানেকের মধ্যেই নতুন সভাপতি নির্বাচন করা হবে।” পঞ্চায়েত ভোটে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় আসে সিপিএম। সভাপতি নির্বাচিত হন সাধন দাস। বর্তমানে ওই পঞ্চায়েত সমিতির ১৮টি আসনে ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট। বাকি ১৬টি আসন রয়েছে তৃণমূলের দখলে। ২ অগস্ট সিপিএম থেকে নির্বাচিত সাধনবাবু পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে মহকুমা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন। সোমবার কালনার মহকুমাশাসক তাঁকে শুনানির জন্য নিজের কার্যালয়ে ডেকে পাঠান। তাঁর সঙ্গে আলোচনা করার পরে ইস্তফাপত্রটি গৃহীত হয়। সাধনবাবু বলেন, “চাকরির জন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে পঞ্চায়েত সমিতির সাধারণ সদস্য ও দলের মেমারি ২ জোনাল কমিটির সদস্য হিসেবে কাজ চালিয়ে যাব।” সিপিএম সূত্রে জানা গিয়েছে, সাধনবাবুর জায়গায় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ চাঁদু দাস ও পূর্ত কর্মাধ্যক্ষ সুচাঁদ পালের নাম ঘোরাফেরা করছে। শীঘ্রই এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। |
দুর্ঘটনার জেরে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
দুর্ঘটনার জেরে মন্তেশ্বরের মধ্যমগ্রামে মন্তেশ্বর-মেমারি রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে এক পথচারীকে ধাক্কা মেরে ক্যানালে পড়ে যায় একটি ম্যাটাডর। খারাপ রাস্তার জন্যই এমন ঘটেছে, এই অভিযোগে অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ গিয়ে অবরোধ তোলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকাল ১০টা নাগাদ মন্তেশ্বর-মেমারি রোড ধরে দ্রুত গতিতে যাচ্ছিল একটি খালি ম্যাটডর। মধ্যমগ্রামে অঞ্জু মুখোপাধ্যায় নামে এক মহিলাকে ধাক্কা মেরে ক্যানালের জলে পড়ে যায় ম্যাটাডরটি। তাতে ছিলেন চালক, খালাসি-সহ তিন যাত্রী। জলে তিন জনকে হাবুডুবু খেতে দেখে স্থানীয় মানুষ তাঁদের উদ্ধার করেন। অচেতন অবস্থায় ওই তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। অঞ্জুদেবীকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। |
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তিন দিন ধরে নিখোঁজ এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ডিভিসির সেচ খাল থেকে। শ্রীকান্ত দাস (৪৩) নামে ওই ব্যক্তির বাড়ি বর্ধমান শহরের বেচারহাটে। তিনি সেচখালের কাছে কেন গেলেন তা অবশ্য জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার মতদেহের ময়নাতদন্ত হয়েছে। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পেশায় তিনি জনমজুর ছিলেন। ওই ব্যক্তির নাম শেখ নাসিরুদ্দিন (৩৭)। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মঙ্গলবার সকালে বাথরুমের আলোর সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নাসিরুদ্দিন। এর পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। |
|