টুকরো খবর |
বেহাল ভূমি কার্যালয়, প্রতিবাদে বন্ধ কাজ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ছাদ থেকে মাঝে মধ্যেই ভেঙে পড়ে চাঙড়। স্যাঁতসেঁতে দেওয়াল ও মেঝে। ছাদ চুঁইয়ে জল পড়ছে। যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে দেওয়াল। এমনই অবস্থা রানিগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কার্যালয়। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে কাজ বন্ধ রেখেছেন দফতরের ২৭ জন কর্মী।
ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য তন্ময় ঘোষাল অভিযোগ করেন, “সোমবার রাতে কার্যালয়ে বিদ্যুতের শক খান প্রহরী বাসুদেব বাগদি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কর্মী হরিশঙ্কর ব্যাপারীর চেয়ার ঘেঁষে ছাদ থেকে ভেঙে পড়ে চাঙড়। তন্ময়বাবু জানান, ইউনিয়নের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন পরিস্থিতির কথা জানানো হয়েছে। বৃষ্টির সময়ে গুরুত্বপূর্ণ নথিপত্র জলে ভিজে যায়। বারবার কর্তৃপক্ষকে দফতরের এই অবস্থার কথা জানিয়েও কোনও প্রতিকার মেলেনি বলে তাঁর অভিযোগ। তাই মঙ্গলবার কার্যালয়ে এসেও কর্মীরা কাজ না করে এর প্রতিবাদ জানান। এ ব্যাপারে জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “কর্মীদের নিরাপত্তার দিকে লক্ষ রেখে কার্যালয় স্থানান্তরের উদ্যোগ শুরু হয়েছে। সংশ্লিষ্ট দফতরকে নতুন ভবন খোঁজার জন্য বলেছি।” |
রানিগঞ্জে খুনের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
|
খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সপ্তাহ দু’য়েক আগে রানিগঞ্জের রানিসায়র ও কাঁটাগড়িয়া মোড়ের মাঝামাঝি একটি ধান খেতে এক ব্যক্তির মাটি চাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর পরে বেনারস থেকে মৃতের স্ত্রী এবং মেয়ে রানিগঞ্জে এসে মৃতদেহ শনাক্ত করেন। জানা যায়, মৃতের নাম জাভেদ আহমেদ সিদ্দিকি। পুলিশ জানিয়েছে, খুনের তদন্তে নেমে সোমবার রাতে জামুড়িয়ার চাঁদার বাসিন্দা বুল্টন রুইদাসকে রানিগঞ্জের জেকেনগরে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের দাবি, ধৃত জেরায় স্বীকার করেছে, জাভেদ-সহ তারা ৬ জন বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। সম্প্রতি ধানবাদের রাস্তায় একটি ছিনতাইয়ের পরে টাকা ভাগকে কেন্দ্র করে বচসার জেরে পাঁচ জন মিলে জাভেদকে খুন করে তারা। |
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
নিজের বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ফরিদপুর (লাউদোহা) থানার চন্দ্রডাঙা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ননীগোপাল ঘোষ (৬৫)। কয়েক বছর আগে তিনি বন্দুকের লাইসেন্স পান। এ দিন রাতে পরিবারের লোকেরা গুলির আওয়াজ পেয়ে ননীগোপালবাবুর ঘরে এসে দেখেন তিনি মৃত। সকালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। |
এডিডিএ-র বৈঠক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
এডিডিএ অফিসে মঙ্গলবার বিধায়কদের সঙ্গে বৈঠক করেন সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। ছিলেন দুর্গাপুরের দুই বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, নিখিল বন্দ্যোপাধ্যায়, কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, পান্ডবেশ্বরের গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ও জামুড়িয়ার বিধায়ক জাহানারা বেগম। এডিডিএ এলাকার বিভিন্ন বেআইনি নির্মাণ বিষয়ে এ দিন আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথমে অবৈধ দখল এলাকা থেকে সরে যেতে নোটিস পাঠানো হবে। তাতে কাজ না হলে ভেঙে দেওয়া হবে সমস্ত বেআইনি নির্মাণ। |
বৃদ্ধের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পুলিশ জানায়, মৃতের নাম বিদেশী ভুঁইয়া (৬৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদেশীবাবু এক সময়ে গাড়ি চালাতেন। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন। রাতে একটি দোকানের সামনে থাকতেন তিনি। মঙ্গলবার ভোরে তাঁকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা পুলিশে খবর দেন। অন্ডাল থানার তরফে জানানো হয়েছে, মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুক মামলা দায়ের করা হয়েছে। |
শ্রাবণ মিলন উৎসব
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
|
 |
অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের ইসিএল শাখার তরফে আয়োজিত হল শ্রাবণ মিলন উৎসব। সম্প্রতি অন্ডাল-মাধাইগঞ্জ রাস্তার পাশে খান্দরা কমিউনিটি হলে উইমেন্স কনফারেন্সের সদস্যেরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। ইসিএলের আধিকারিকদের স্ত্রীদের নিয়ে গঠিত এই সংগঠনের পাঁচ জন মহিলা নাটকের পাশাপাশি নাচ, গান পরিবেশন করেন। সংগঠনের এক সভাপতি পারমিতা চক্রবর্তী জানান, সংসার সামলেও প্রতিভার বিকাশ ঘটানো যায়, এই উপলব্ধি থেকেই তাঁরা বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেন। |
কুয়োয় মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
|
দু’দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির দেহ মঙ্গলবার উদ্ধার হয়েছে কুয়ো থেকে। পুলিশ জানিয়েছে, তাঁর নাম আক্লু ভগৎ (৫৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উষাগ্রামের ওই বাসিন্দার বাড়ির কুয়োয় দেহটি ভেসে ওঠে। বাড়ির লোকেরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠায়। |
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
|
তালা ভেঙে একটি দোকানে চুরি হল অন্ডাল মোড়ের কাছে। দোকানের মালিক সুবোধ দত্ত জানান, মঙ্গলবার সকালে দেখেন, শাটারটি কোনও কিছু দিয়ে খানিকটা টেনে তোলা হয়েছে। তিনটি তালা ভাঙা। বেশ কিছু সামগ্রী উধাও। পুলিশ জানায়, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। |
লাবণ্যগোপাল স্মরণে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
শ্রমিক নেতা লাবণ্যগোপাল ঘটকের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালন করা হয়। গোপালমাঠে তাঁর মূর্তিতে মাল্যদান করেন দুর্গাপরের বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, নিখিল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। |
|