মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগের মঙ্গলবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। এ দিন এমএএমসি মাঠের খেলায় মুখোমুখি হয় দুর্গাপুর অগ্রনী সঙ্ঘ ও নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমি। দু’টি দলই একটি করে গোল করে। অগ্রনীর হয়ে গোল করেন শুভম থাপা। |
নবারুণ ক্লাব আয়োজিত আনন্দগোপাল মুখোপাধ্যায় ও অমলশঙ্কর মাজি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল ভিড়িঙ্গির ইন্দিরা স্পোর্টিং ক্লাব। তারা মিশ্র ইস্পাত ক্রীড়া সংস্থাকে ৫-০ গোলে হারিয়ে দেয়। দু’টি করে গোল করেন ইন্দ্রজিৎ দাস ও অজিত চট্টোপাধ্যায়। একটি গোল দেন মিঠুন বাউরি। |
মিলন চক্র ক্লাব আয়োজিত ষড়ানন মুখোপাধ্যায় ও সুনীল আচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় তানসেন এসি ৪-০ গোলে হারিয়ে দেয় পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে। একটি করে গোল করেন সুকেশ হেমব্রম, সুভাষ সিংহ, কৃষ্ণ সিংহ ও দেবনাথ রায়। |
২১তম কোল ইন্ডিয়া ইন্টার কোম্পানি কন্ট্র্যাক্ট ব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইসিএল। রানার্স হয়েছে নর্দান কোলফিল্ড লিমিটেড। সাতটি কোম্পানির মোট ৪৬ জন এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। |