টুকরো খবর

বিজেপি-তৃণমূলে সংঘর্ষ
বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার পুণ্ডিবাড়ি এলাকায় ওই সংঘর্ষের ঘটনায় ১০ জন জখম হন। তাঁদের মধ্যে ৬ জন তৃণমূল সমর্থক এবং ৪ জন বিজেপি। জখম বিজেপির কোচবিহার-২ ব্লক সভাপতি নারায়ণ দে এবং দুই তৃণমূল সমর্থককে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা বিজেপি সমর্থক। পেুলিশ সুপার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশের টহল চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদে পুণ্ডিবাড়ি বাজারে দু’দলের সমর্থক বিবাদে জড়িয়ে পড়ে। এর পরেই লাঠিসোটা নিয়ে মারমিট শুরু হয়ে যায়। পুণ্ডিবাড়ির তৃণমূল নেতা বরুণ দত্ত বলেন, “জমি নিয়ে পুরনো ঝামেলার জেরে মইনুদ্দিন মিয়াঁ নামে দলের এক সমর্থককে বিজেপি সমর্থকরা দলীয় দফতরে ডেকে নিয়ে মারধর করে। এর পরে গোলমাল শুরু হয়।” ওই অভিযোগ অস্বীকার করে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক নিখিলরঞ্জন দে বলেন, “পরিকল্পিত ভাবে তৃণমূল সমর্থকরা আমাদের দলীয় অফিসে হামলা চালায়।”

অভিযুক্ত তৃণমূল ছাত্র-নেতা
ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের নামে উত্ত্যক্ত করার অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তুফানগঞ্জ কলেজের ছাত্র সংসদের সম্পাদক তৃতীয় বর্ষের ছাত্র গোবিন্দ অধিকারীর বিরুদ্ধে শুক্রবার লিখিত অভিযোগ জানান তুফানগঞ্জ কলেজের পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত ছাত্র সংসদ সম্পাদক তৃণমূল ছাত্র পরিষদের নেতা। অভিযোগকারীর পরিবার তৃণমূলের সক্রিয় কর্মী। গোটা ঘটনায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে আলোড়ন পড়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস থেকেই অভিযুক্ত ছাত্র সংসদ সম্পাদক উত্ত্যক্ত করছেন বলে পুলিশকে জানিয়েছে ছাত্রীটি। এমনকী সম্প্রতি কলেজেই তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত ছাত্র সংসদ সম্পাদক গোবিন্দ অধিকারী দাবি করেন, “আমি ষড়যন্ত্রের শিকার। ওই ছাত্রীর পরিবার সিপিএম সমর্থক।” তৃণমূলের ধলপল-২ অঞ্চল কমিটির সভাপতি সিদ্ধার্থ মণ্ডল যদিও জানিয়েছেন, অভিযোগকারীর পরিবার তৃণমূল সমর্থক। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পুরো বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।” টিএমসিপি উত্তরবঙ্গের আহ্বায়ক বরুণ দত্ত বলেন, “তদন্তে দোষী প্রমাণ হলে ওঁর পাশে দাঁড়াব না। এমন অভিযোগ বরদাস্ত করা হবে না।” পুলিশ সুপার কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, “ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত হচ্ছে।”

ভাঙন শুরু কালিয়াচকে
মানিকচকে ভাঙন শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় গঙ্গার ভাঙ্গনে বিপন্ন হয়ে পড়েছে মানিকচকের কামালতিপুর গ্রামের ৫০০ পরিবার। জেলার বন্যা ও ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সেচমন্ত্রী মানস ভুঁইয়া মালদহে আসছেন। জেলা প্রশাসন, সেচ আধিকারিক, বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন সেচমন্ত্রী। এদিকে জেলার বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণের দাবিতে শুক্রবার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছে জেলার বামপন্থী কৃষক সংগঠন। একমাস আগে সেচ দফতরের সেন্ট্রাল সার্কেলের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সন্দীপ দে লিখিত ভাবে ফরাক্কা ব্যারাজ প্রজেক্টের জেনারেল মানেজারকে জানিয়েছিলেন, মানিকচকের কামালতিপুর গ্রাম লাগোয়া এলাকা সংকটজনক। এখনই প্রতিরোধের কাজ না করলে ভাঙনে ওই এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেচ দফতরের ওই চিঠি পাওয়ার পরেও ফরাক্কা ব্যারাজ প্রজেক্ট ওই এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু না করায় ভাঙনে কামালতিপুরের ২০০ বিঘা জমি গঙ্গায় তলিয়েছে। অতিরিক্ত জেলাশাসক তরুণ সিংহরায় বলেন, “মানিকচকে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনে কামালতিপুর গ্রামের ৫০০ পরিবার বিপন্ন হয়ে পড়েছে। মানিকচকের বিডিওকে ওই এলাকায় পাঠানো হয়েছে।”

মত দিল আদালত
হিজবুল জঙ্গিদের কাছে জাল নোট পৌঁছনোর অভিযোগে কালিয়াচক থেকে ধৃত সেলিম খানকে জম্মু-কাশ্মীরে নিয়ে গিয়ে জেরার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) অনুমতি দিল মালদহ জেলা আদালত। শুক্রবার এনআইএ-এর তরফে আদালতে আর্জি পেশ করা হয়। তা মঞ্জুর হওয়ার পরে সেলিমকে রবিবারের মধ্যে কাশ্মীরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ২৩ ইংরেজবাজার থানার মধুঘাট থেকে মালদহ পুলিশ ফেরার সেলিম খানকে গ্রেফতার করে তাঁর থেকে জাল ১৫ হাজার টাকা উদ্ধার করে। মালদহের পুলিশ সুপার ভুবন মন্ডল বলেন, “এনআইএ-এর বার্তা পেয়ে সেলিম খানকে ধরা হয়। সেলিমকে নিয়ে যেতে এনআইএ এবং জম্মু-কাশ্মীর পুলিশ এসেছে।” অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ মুখোপাধায় জানান, এনআইএয়ের অফিসাররা বলেছেন, ধৃত সেলিম খান নিয়মিত জম্বু-কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের জাল নোট সরবরাহ করত। এনআইএয়ের ইন্সপেক্টর এস কে মালব্য বলেন, “মালদহ থেকে জাল নোট নিয়ে সেলিম খান ও তার তিন সঙ্গী জম্মু-কাশ্মীরে হিজবুল জঙ্গি-সহ কিছু এলাকায় সরবরাহ করেছে। ৩ থেকে ৪ লক্ষ টাকার জাল নোট নিয়ে ১০ বারেরও বেশি সেলিম ও তাঁর সঙ্গীরা জম্মু-কাশ্মীরে গিয়েছে।”

পুরস্কৃত বর্ণালী
ছবি: তরুণ দেবনাথ।
তাঁর আঁকা ছবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরের প্রশংসা কুড়ানোয় পুরস্কৃত হলেন রায়গঞ্জের বর্ণালী রবিদাস। সম্প্রতি বিএসএফ জওয়ানদের স্ত্রীদের সংস্থার তরফে দিল্লিতে ললিতকলা অ্যাকাডেমিতে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বর্ণালীর ছবি স্বরাষ্ট্রমন্ত্রীর নজর কাড়ে।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.