আনাচ-কানাচের কুরুক্ষেত্র জিতুন মেশিনগান ছাড়াই...
নতুন স্টিলের থালা বা বাটি থেকে স্টিকার তোলা মহা ঝকমারি। স্টিকার যদিও বা উঠল, তার আঠা কিছুতেই ছাড়ে না। স্টিকারের ওপর বরং একটু তেল মাখিয়ে কিছু ক্ষণ রেখে দিন। এ বার আলতো করে স্টিকারটা টানুন। চট করে উঠেও আসবে, কোনও আঠার দাগও থাকবে না।

জানেন কি, স্ট্রবেরি কেমন চমৎকার দাঁত সাদা রাখতে পারে? স্ট্রবেরির মধ্যে এক ধরনের উৎসেচক থাকে, যা এই কাজে সাহায্য করে। এক টুকরো স্ট্রবেরি দাঁতে ঘষে নিন। এ বার ভাল করে মুখ ধুয়ে নিলেই দাঁত একেবারে চকচক করবে।

• রান্নার পর কড়া, বাটি একেবারে তেল চটচটে হয়ে যায়। একে পরিষ্কার করা ভীষণ সমস্যা। তাই রান্নার কড়া
বা পাত্র গরম থাকতে থাকতেই এতে খানিকটা সোডার জল ঢেলে দিন। তেলচিটে ভাবটা অনেক কমে যাবে।

• খেতে বসে এক বার না এক বার জামাকাপড়ে হলুদের দাগ লাগবেই। তার পর এই নাছোড়বান্দা দাগ পরিষ্কার করা
ভারী ঝামেলার ব্যাপার। দাগ লাগা জায়গাটাতে একটু ভিনিগার ছড়িয়ে দিন। এতে দাগ অনেকটা ফিকে হয়ে আসে। একটু
লেবুর রস দাগে মাখিয়ে সূর্যের আলোয় ঘণ্টাখানেক রেখে দিন। এর পর একটু ডিশ ডিটারজেন্ট দিয়ে ভাল করে ধুয়ে নিলেই চলবে।

• হাতে কালির দাগ লেগে গেলে তুলবেন কী করে? বাড়িতে যদি হেয়ার স্প্রে থাকে তা হলে দাগ লাগা জায়গাটায় স্প্রে করে দিন।
আধ মিনিট রাখার পর সাবান আর ঈষদুষ্ণ জলে জায়গাটা ধুয়ে নিন। দুধ দিয়েও খুব ভাল বল পয়েন্ট পেনের কালির দাগ তোলা যায়।

টাটকা ফুল ফুলদানিতে রাখার কিছু পর থেকেই মুষড়ে পড়ে।
ফুলদানির জলে একটা তামার পয়সা আর একটা চিনির কিউব
ফেলে দিন। ফুল অনেক ক্ষণ টাটকা থাকবে।

• পুরনো কাঠের আসবাবে ছারপোকা থাকতে পারে। ছারপোকা কামড়ালে সাংঘাতিক জ্বালা করে, ফুলেও যায়।
বেকিং সোডা আর নুন সমপরিমাণে মেশান। এতে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করুন।
এ বার কামড়ানোর জায়গাটিতে মিশ্রণটি লাগিয়ে দিন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা কমে যাবে।

• বাচ্চার চুলে তার বন্ধু যদি দুষ্টুমি করে চুইং গাম আটকে দেয়, সেটা ছাড়াতে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়।
গাম খুলতে অনেকে বাচ্চার চুলই কেটে দেন। চুইং গাম ছাড়ানোর কিন্তু একটা সহজ উপায় আছে। বেশ কয়েক
টুকরো বরফ একটা প্লাস্টিক ব্যাগে পুরে দিন। এ বার এটা গামের ওপর বেশ কিছু ক্ষণ চেপে ধরে রাখুন।
এতে গাম ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় আর চট করে খুলে আসে।
• অনেক দিন পর্যন্ত আলু ভাল রাখতে হলে একটা প্লাস্টিকের ব্যাগে আলু পুরে এর মধ্যে একটা আপেল রেখে দিন।
আপেল চট করে আলু নষ্ট হতে দেয় না। আলুর ব্যাগের কাছে একটা লেবুও রেখে দিতে পারেন। এতেও আলু ভাল থাকবে।
Previous Item Utsav Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.