|
|
|
|
স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক প্রহৃত, ধৃত ১ পুরুলিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই এক চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার, পুরুলিয়া-২ ব্লকের কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রহৃত চিকিৎসকের নাম প্রদীপ সিং সর্দার। তিনি ওই স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার। আহত অবস্থায় তিনি ওই স্বাস্থ্যকেন্দ্রেই ভর্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুস্তাউর স্বাস্থ্যকেন্দ্রের অদূরে কয়েকটি মদের ঠেক রয়েছে। প্রায় দিনই মদ্যপ লোকজন সেখানে নিজেদের মধ্যে ঝামেলা পাকায় বলে অভিযোগ। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, মাঝেমঝেই মদ্যপ অবস্থায় কিছু লোক এসে স্বাস্থ্যকেন্দ্রেও গোলমাল পাকায়। বুধবার স্বাস্থ্যকেন্দ্রের ডিউটিতে ছিলেন বলরামপুরের বাসিন্দা প্রদীপবাবু। তাঁর অভিযোগ, “দোতলা থেকে আমি সিঁড়ি দিয়ে নীচে নামছিলাম। হঠাৎ দেখি একতলার বারান্দায় এক ব্যক্তি হাত, পা ছুড়ে চিৎকার করছে। নার্সদের গালিগালাজ করছিল। আমি তাকে জিজ্ঞাসা করি, তার রোগী আছে কি না। মদ্যপ হয়ে ঝামেলা পাকানোর প্রতিবাদও করি। এর পরেই কোনও কথা না বলে ওই লোকটি আমাকে মারধর করতে শুরু করে। আমার জামা ছিঁড়ে দেয়।”
পরে পুরুলিয়া মফস্সল থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রদীপবাবু। পুলিশ জানিয়েছে, তারাপদ রায় নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে পুরুলিয়া মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করালে ধৃতকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিশিকান্ত হালদার বলেন, “কুস্তাউর স্বাস্থ্যকেন্দ্রে এক ব্যক্তির মদ্যপ আচরণের প্রতিবাদ করে আমাদের এক চিকিৎসক প্রহৃত হয়েছেন। ওই স্বাস্থ্যকর্মীদের নিরপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে বলা হবে।” |
|
|
|
|
|