|
|
|
|
রিপোর্ট চান চেয়ারম্যান |
নিজস্ব প্রতিবেদন |
তাঁকে অন্ধকারে রেখে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসের স্টলের লিজের টেন্ডার ডাকায় তা বাতিল করার নির্দেশ দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে। ওই সময় দরপত্র খোলা হচ্ছিল। তখনই চেয়ারম্যানের নির্দেশে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ডনবসকো লেপচা টেলিফোনে টেন্ডার প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দেন। এমডি বলেন, “চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার আগে ওই টেন্ডার ডাকা হয়েছিল। বিজ্ঞাপন দিয়ে ৯টি স্টলের জন্য টেন্ডার হয়। শিলিগুড়ি ডিভিশনের আয় বাড়তে ওই উদ্যোগ নেওয়া হয়। চেয়ারম্যান আপত্তি জানানোয় তা বাতিল করা হয়েছে। চেয়ারম্যানকে অন্ধকারে রাখার কোনও বিষয়ই নেই।”এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের গোড়ায় ওই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয় সপ্তাহে রবীন্দ্রনাথবাবু চেয়ারম্যানের দায়িত্বভার নেন। দায়িত্ব নিয়েই চেয়ারম্যান জানিয়ে দেন, আগের সব টেন্ডার বাতিল করে দিতে হবে। তিনি ‘ই-টেন্ডার’-এর মাধ্যমে যাবতীয় কাজ হবে বলে নির্দেশ দেন। তাও এমডি কেন ওই টেন্ডার বাতিল করেননি সেই প্রশ্নে বিস্মিত চেয়ারম্যান। চেয়ারম্যান বলেন, “দায়িত্ব নিয়েই পুরানো সব সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয়েছিল। তার পরেও আমাকে অন্ধকারে রেখে স্টলের লিজের দরপত্র খোলার প্রক্রিয়া চলছিল। বোর্ডের এক সদস্য জ্যোৎস্না অগ্রবালের কাছে বিষয়টি জানার পরেই তা বাতিলের নির্দেশ দিয়েছি। স্বচ্ছতা রাখতে সমস্ত কিছুই ই-টেন্ডার করা হবে।” ২০০৮ সালে টামির্নাসের এক থেকে তিন বছরের সময়সীমার ভিত্তিতে স্টলের জায়গা লিজ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৯ জন লাভ না হওয়ার কারণ দেখিয়ে লিজ নবিকরণ করায়নি। সেই ৯টি স্টলের জায়গা ফের লিজ দিয়ে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলেন নিগমের কর্তারা। টেন্ডার এদিন খোলা হয়। সেই সময়ে তা বাতিল করায় টেন্ডারে অংশগ্রহণকারী অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। চেয়ারম্যান জানান, কেন এমন হল সেই ব্যাপারে এমডি-র কাছে রিপোর্ট তলব করা হয়েছে। |
|
|
|
|
|