|
|
|
|
দুর্ঘটনায় মৃত দু’জন |
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর ও বেলিয়াতোড় |
বাঁকুড়ায় দু’টি পৃথক পথ দুঘর্টনায় দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টা নাগাদ বিষ্ণুপুর থানার হেতাগেড়া গ্রামের কাছে, ৬০ নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনোয়ার মল্লিক (২৮)। তাঁর বাড়ি ওই থানারই বকডহরা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ার এ দিন পেট্রোল পাম্প থেকে মোটরবাইকে তেল ভরে ব্যবসার কাজে বিবরদা গ্রামে যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা বাসটির বাঁ দিকে তিনি ধাক্কা খেয়ে চাকার নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানেক পথ অবরোধ করেন। |
|
বিষ্ণুপুরে অবরোধ। ছবি: শুভ্র মিত্র। |
পুলিশ ঘণ্টা খানেকের মধ্যে বাসের চালককে গ্রেফতার করার পর অবরোধ উঠে যায়। মৃত আনোয়ারের খুড়তুতো দাদা হজরত মল্লিক বলেন, “ভাই বাঁশের ব্যবসা করে সংসার চালাত। ওর দুই ছেলে আর এক মেয়ে রয়েছে। ওদের ভবিষ্যতের কথা ভেবে বাস মালিকের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।” অন্য দিকে, সব্জি বোঝাই একটি মিনি ট্রাক উল্টে গিয়ে এক সব্জি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বেলিয়াতোড়ে। বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারক পাল (৩২)। বাঁকুড়া শহরের শিখোরিয়াপাড়ায় তাঁর বাড়ি। রাতে তিনি মিনিট্রাকে সব্জি বোঝাই করে ৯ নম্বর রাজ্য সড়ক ধরে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। তাঁর পাশে ছিলেন ট্রাক চালক। বেলিয়াতোড় মোড়ে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিনিট্রাকটি। একটি মিষ্টির দোকানে ধাক্কা মেরে উল্টে খায়। তারকবাবু ট্রাকের ভিতরেই চাপা পড়েছিলেন। চালক পালিয়ে যান। পুলিশ তারকবাবুকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |
|
|
|
|
|