|
|
|
|
বকেয়া ভাতার দাবি, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বকেয়া ভাতার দাবিতে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী ঠিকাশ্রমিকেরা। শুক্রবার তাঁরা পুরপ্রধানের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে না পেয়ে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে অতিরিক্ত জেলাশাসককে (সাধারণ) তাঁরা স্মারকলিপি দেন। ১০ মাস বকেয়া ভাতা না পাওয়ায় ‘যৌথ সংগ্রাম কমিটি’ করে আন্দোলন শুরু করেছেন পুরুলিয়া পুরসভার ৯০০ অস্থায়ী ঠিকাকর্মী। পুরসভার নাগরিক পরিষেবা দেওয়ার কাজ মূলত ওই কর্মীদের দিয়েই করায় পুরসভা। মাসিক ১৮০০ টাকা ভাতা দেওয়া হয় তাঁদের। এ দিন যৌথ সংগ্রাম কমিটির নেতৃত্বে প্রথমে পুরসভায় সমবেত হয়েছিলেন ঠিকা কর্মীরা। তাঁদের মধ্যে নটু ঘোষাল, নারায়ণচন্দ্র দাসরা বলেন, “৩ অগস্ট পুরপ্রধানকে জানিয়েছিলাম বকেয়া ভাতার দাবিতে স্মারকলিপি দেব। সেই মতো সময়ও দিয়েছিলেন পুরপ্রধান।” তাঁদের অভিযোগ, “এ দিন গিয়ে পুরপ্রধান ও উপপুরপ্রধানকে পাওয়া যায়নি।” তাঁদের সঙ্গে গিয়েছিলেন প্রাক্তন পুরপ্রধান সিপিএমের বিনায়ক ভট্টাচার্য, পুরসভার কংগ্রেস কাউন্সিলর বিভাসরঞ্জন দাস। তাঁরা বলেন, “কর্মীরা দশ মাস ধরে ভাতা পাচ্ছেন না। পুরপ্রধানকে সমস্যার কথা জানাতে এসেও পাওয়া যায়নি। পুরপ্রধানকে না পেয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ দেখান কর্মীরা।” অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি বলেন, “পুরসভার অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে ভাতা পাচ্ছেন না বলে জানিয়েছে। পুরসভার সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।” এ দিন চেষ্টা করেও পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। |
|
|
|
|
|