টুকরো খবর
|
বকখালিতে সমুদ্রে তলিয়ে গেলেন যুবক |
নিজস্ব সংবাদদাতা • ফ্রেজারগঞ্জ |
বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন মধ্যমগ্রামের এক যুবক। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। নিখোঁজ ওই যুবকের নাম সুমন রায়চৌধুরী। পুলিশ জানায়, দুর্ঘটনার পরেই সমুদ্রে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় মৎস্যজীবীরাও এ ব্যাপারে সাহায্য করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের চণ্ডীগড়ের বাসিন্দা, বছর তেত্রিশের অবিবাহিত সুমন একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পরিবার এবং বন্ধুদের কয়েক জনের সঙ্গে তিনি বৃহস্পতিবার বিকালে বকখালি আসেন। একটি হোটেলে ওঠেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ তিন-চার জন বন্ধুর সঙ্গে তিনি সমুদ্রে নামেন। তখন ভাটা চলছিল। সুমনের ওই বন্ধুদের মধ্যে ভাস্কর সাহা এবং রূপম বিশ্বাস ছিলেন। তাঁরা পুলিশকে জানিয়েছেন, স্নানের সময়ে সুমন কিছুটা দূরে চলে যান। তিনি সাঁতার জানতেন। কিন্তু একটি বড় ঢেউ তাঁকে টেনে নিয়ে যায়। তাঁরা চেষ্টা করেও বন্ধুকে উদ্ধার করতে পারেননি।
|
বধূ নির্যাতন, শাশুড়ি গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বধূ নিযার্তনের অভিযোগে শাশুড়ি ও এক প্রতিবেশীকে পুলিশ গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সন্দেশখালির টোংতলা গ্রামে। পুলিশ জানিয়েছে, বধূর স্বামী, শ্বশুর-সহ আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই গ্রামে বিয়ে হয় সুলতা মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করত। বুধবার সুলতাদেবী থানায় অভিযোগ করলে পুলিশ তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে বধূর উপরে নির্যাতন করতে নিষেধ করে দেয়। পুলিশ চলে যেতেই অভিযোগ করার অপরাধে ফের শুরু হয় নির্যাতন। এই ঘটনায় এক প্রতিবেশীও জড়িত ছিল বলে অভিযোগ। বধূর মুখে সে কথা শুনে পুলিশ বৃহস্পতিবার রাতে মহিলার শাশুড়ি কল্যাণীদেবী ও প্রতিবেশী রজনী মণ্ডলকে গ্রেফতার করে।
|
আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতী ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের আমতলা থেকে রশিদ আলি ঘরামি, খোকন দাস ও সাধন দাস নামে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, খোকন এবং সাধনের বাড়ি গোঘাটে। রশিদের বাড়ি আমতলায়। তাদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং একটি কাটারি উদ্ধার করা হয়েছে। জেরায় তারা ওই এলাকায় একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
চোলাইয়ের ভাটি ভেঙে দিল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সন্দেশখালির রাজবাড়ি গ্রামে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কয়েকটি চোলাইয়ের ভাটি ভেঙে দিল পুলিশ। ৩০ লিটার চোলাইও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরা চোলাই তৈরির বিরুদ্ধে প্রতিবাদ করলে দুষ্কৃতীদের দিয়ে হুমকি ও ভয় দেখানো হয় বলে অভিযোগ। গ্রামের মধ্যে চোলাই বিক্রি হওয়ায় মহিলারাও ক্ষুব্ধ ছিলেন। তাঁদের অভিযোগ, স্বামীরা যা রোজগার করেন তার বেশিরভাগটাই চলে যাচ্ছিল চোলাইয়ের পিছনে। ইদানীং স্বামীরা বাড়ি ফিরে টাকার দাবিতে মারধরও শুরু করেছিলেন। এর প্রতিবাদেই তাঁরা থানায় অভিযোগ জানিয়েছিলেন।
|
গরু পাচারের চেষ্টা, বাসন্তীতে ধৃত ৬ |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বাংলাদেশে গরু পাচারের চেষ্টার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। আটক করা হয়েছে ৬৪টি গরু। বৃহস্পতিবার রাতে বাসন্তীর মসজিদবাটি এলাকা থেকে গরু বোঝাই ম্যাটাডরটি ধরে পুলিশ। চালক-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা পাচারের পরিকল্পনার কথা কবুল করেছে।
|
রায়দিঘিতে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
সপ্তম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির খাঁড়াপাড়া গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম পল্লব বাউর (১৩)। রায়দিঘী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামান্য কোনও কারণে অভিমানের জেরে ওই কিশোর আত্মঘাতী হয়ে থাকতে পারে।
|
ধৃত তিন কিশোর |
সহপাঠীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে খুনের অভিযোগে শুক্রবার ৩ কিশোর গ্রেফতার হয়েছে। ১ জনের খোঁজ চলছে। পুলিশ জানায়, ৪ জুলাই বজবজে গঙ্গা থেকে সঞ্জীব দাস (১৫) নামে এক ছাত্রের দেহ মেলে। ছেলের চার সহপাঠী খুনে জড়িত বলে পুলিশে অভিযোগ করেন সঞ্জীবের বাবা-মা। |
|