|
|
|
|
তাপ্পি নয়, পূর্ণ সংস্কার চান ক্ষুব্ধ বাসিন্দারা |
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
কলকাতা থেকে সড়র পথে সুন্দরবনে যাওয়ার রাস্তার বাসন্তী রোডের অবস্থা বর্তমানে চরম বেহাল। একই ভাবে ওই এলাকার ধামাখালি রোডের অবস্থাও অত্যন্ত শোচনীয়। মাঝেমধ্যে পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বর্ষায় ওই গর্তে জল জমে ডোবার আকার নেওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ওই রাস্তায় রাজবাড়ি, বয়ারমারি, কানমারি, মঠবাড়ি, ঘুসিঘাটায় বিপজ্জনক ভাবে রাস্তা ভেঙে গিয়েছে। |
|
বেহাল বাসন্তী, ধামাখালি রোড। ছবি: নির্মল বসু। |
কলকাতা থেকে মিনাখাঁ, মালঞ্চ হয়ে সরবেড়িয়া পর্যন্ত বাসন্তী রোড। সেখান থেকে ধামাখালি পর্যন্ত যাওয়ার রাস্তা ধামাখালি রোড হিসাবে পরিচিত। ওই রাস্তা দিয়েই যাওয়া যায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সামসেরনগর, যোগেশগঞ্জ, মাধবকাটি, সাহেবখালি, দুলদুলি-সহ সন্দেশখালি এবং হাড়োয়ার বেশ কয়েক হাজার মানুষ এই রাস্তার উপরে নির্ভরশীল। গ্রাম থেকে শহরের বাজারে ফসল নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্থানীয় চাষিদের কাছে ওই একটিই রাস্তা সম্বল। স্কুল-কলেজ, হাসপাতাল, হাটবাজারে আসার ক্ষেত্রেও এই রাস্তাই একমাত্র উপায়।
বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও এই রাস্তার দীর্ঘদিন ধরে মেরামতি না হওয়ায় একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার অবস্থার কারণে ক্ষতি হচ্ছে গাড়ির যন্ত্রাংশের। সম্প্রতি প্রশাসনের তরফে ওই রাস্তার কিছু কিছু অংশে ইট পেতে মেরামতির চেষ্টা শুরু হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। সন্দেশখালির বিধায়ক নিরাপদ সর্দার বলেন, “মহকুমা প্রশাসন সহ পূর্ত ও সড়ক দফতরে মেরামতির জন্য বহু আবেদন জানানো হয়েছে। কিন্তু আমূল সংস্কার না করে শুধু ইট পেতে তাপ্পি দেওয়ায় এলাকার মানুষ ক্ষুব্ধ। পূর্ত দফতর (বিধাননগর) সূত্রে জানা গিয়েছে, বর্ষার পরেই পুরোপুরি সংস্কারের কাজ শুরু করা হবে। আপাতত গর্ত বোজানার ব্যবস্থা হচ্ছে। |
|
|
|
|
|