কিশোরীর আত্মহত্যা নিয়ে চাঞ্চল্য |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘প্রেমিক’ বেঁকে বসায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। নাসিরুন খাতুন (১৮) নামে ওই কিশোরীর ডায়েরিতে একটি সুইসাইড নোটে সে নিজেই এ কথা লিখে গিয়েছে। তবে সেই সম্পর্কের কথা সত্যি কি না তা পুলিশ খতিয়ে দেখছে। নাসিরুনের বাড়ি রঘুনাথগঞ্জের খোজারপাড়া গ্রামে। ওই যুবক এবং তাঁর বাড়ির লোকেরা সকলেই অবশ্য পলাতক। জঙ্গিপুরের এসডিপিও আনন্দ রায় অবশ্য বলেন, “শুক্রবার ওই কিশোরীর মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। আপাতত এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ওই কিশোরীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার। প্রেমিক প্রত্যাখান করায় ওই কিশোরী আত্মহত্যা করেছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ হয়নি।” একাদশ শ্রেণিরে ছাত্রী নাসিরুনের বাবা ও দাদা রাজমিস্ত্রির কাজ করেন। গ্রামেরই এক যুবকের সঙ্গে দু’বছরের সম্পর্ক ছিল নাসিরুনের। ওই যুবকের বাবা এলাকার সম্পন্ন চাষি। নাসিরুনের কাকা কামালউদ্দিন শেখ বলেন, “ওই যুবকের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা দুই পরিবারের সকলেই জানে। সম্প্রতি বাড়ির কয়েক জন বিয়ের প্রস্তাব নিয়ে ওই যুবকের বাড়িতে তাঁর বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু ওই যুবকের বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করে আমাদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। আমরাও মেয়ের বিয়ে অন্য জায়গায় দেব বলে মনস্থির করি।” নাসিরুনের বাবা নিয়ামত শেখ বলেন, “এরপরেও ওই যুবক মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল। দিন কয়েক আগে সে জানায় বাড়ির কারও এই বিয়েতে মত নেই তাই বিয়ে করা সম্ভব নয়। তারপরই ভেঙে পড়ে মেয়ে। বৃহস্পতিবার রাতে নিজের ঘরেই সবার অলক্ষে কীটনাশক খায়। অসুস্থ হয়ে পড়লে আমরা ওকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাই।” রাতে সেখানেই মৃত্যু হয় তার।
|
বিয়ের ছ’মাসের মধ্যে শ্বশুরবাড়িতে মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত রিঙ্কু ঘোষের জামিন খারিজ করে দিল আদালত। বুধবার রাতে বাবলারির বাসিন্দা তাপস ঘোষের স্ত্রী পূর্ণিমা ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁর দাদা সুভাষ ঘোষের অভিযোগের ভিত্তিতে পরদিনই পুলিশ তাপসবাবুর বৌদি রিঙ্কু ঘোষকে গ্রেফতার করে। শুক্রবার রিঙ্কুকে হাজির করানো হয় নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। ম্যাজিস্ট্রেট অরিজিৎ মুখোপাধ্যায় রিঙ্কুর জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ অগস্ট ফের ওই মামলার শুনানি হবে। নবদ্বীপ আদালতের সরকারি আইনজীবী নব্যেন্দু মণ্ডল বলেন, “রিঙ্কু ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮(এ) এবং ১০৪(বি) ধারায় মামলা রুজু হয়েছে।” অন্য অভিযুক্তরা পলাতক।
|
জঙ্গিপুর শহরের ছোট কালিয়াই ডাকঘরে বৃহস্পতিবার রাতে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। তালা ভেঙে ডাকঘরে ঢুকে টাকা রাখার আলমারিটি ভাঙার চেষ্টা করে। এ দিকে, এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে চলে ডাকঘরটি। ওই রাতে আলমারি ভাঙার শব্দে বাড়ির লোক ছুটে যেতে দুষ্কৃতীরা পালায়। |