বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে সেই যে হাড়গোড় উদ্ধার শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে, এখনও তার বিরাম নেই। শুক্রবার মাটি খুঁড়ে ফের হাড়গোড় উদ্ধার হল শালবনি লাগোয়া কেশপুর ব্লকের আনন্দপুর থানার মোহনপুর থেকে। সিপিএমের বিরুদ্ধে তাদের দলের কর্মীকে মেরে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ ফের তুলেছে তৃণমূল। কয়েক জন সিপিএম কর্মীকে জিজ্ঞাসা করে তৃণমূল কর্মীরা জানতে পারেন, মোহনপুরের খালের ধারে বছর খানেক আগে একটি দেহ পোঁতা হয়েছিল। শুরু হয় মাটি খোঁড়া। দশ ফুট গভীরে দেহাবশেষের সন্ধান মেলে। পৌঁছয় পুলিশ। জেলা তৃণমূল নেতারাও আসেন। তাঁদের দাবি, ওই হাড়গোড় বছর দেড়েক আগে গোদাপিয়াশাল থেকে অপহৃত দলীয় কর্মী যজ্ঞেশ্বর মাহাতোর। এসপি প্রবীণ ত্রিপাঠি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই সিপিএম কর্মীকে আটকও করেছে পুলিশ।
|
সাত সকালে একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথির মাজনায়। শুক্রবার সকালে ডাকাতদল দোকানে হানা দিয়ে নগদ কয়েক হাজার টাকা ও তিনশো গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ দোকান-মালিকের। তবে মোটরবাইকে পালানোর সময়ে গ্রামবাসীদের হাতে পাকড়াও হয়েছে এক দুষ্কৃতী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সকালে অলঙ্কার ব্যবসায়ী হরিসাধন কামিলা যখন দোকান খুলতে আসেন, তখনই তিনটি মোটরবাইকে ৫ দুষ্কৃতী সেখানে আসে। হরিসাধনবাবুকে পিস্তল দেখিয়ে দোকান থেকে তিনশো গ্রাম সোনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে মোটরবাইকেই পালায়। তাড়াহুড়ো করে পালাবার সময়ে একটি মোটরবাইক উল্টে যায়। ডাকাতদলের পিছু ধাওয়া করা গ্রামবাসীরা এক দুষ্কৃতীকে ধরে ফেলে। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ধৃতের নাম শিবা রাও, খড়্গপুরে বাড়ি বলে পুলিশ জানিয়েছে। শিবার সঙ্গীদের খোঁজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।
|
ময়না বাজারের এক কাঁসা-পিতলের ব্যবসায়ীকে গ্রেফতার করল খড়্গপুর রেলপুলিশ। শুক্রবার বিকেলে ময়না থানার পুলিশের সঙ্গে যৌথ ভাবে অভিযান চালায় তারা। ধৃতের নাম পূর্ণেন্দু মাইতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি খড়্গপুরে ওভারহেড তার চুরিতে অভিযুক্ত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে রেলপুলিশ জানতে পারে, ময়নার এই ব্যবসায়ীর কাছেই চোরাই মাল বিক্রি করেছে তারা। এরপরেই অভিযান চালানো হয়।
|
৩৫ বছরে তাঁদের বেশ কিছু কাজের জন্যই মানুষের মধ্যে সন্দেহ, অসন্তোষ ও অবিশ্বাস তৈরি হয়েছে। তার ফলেই এই পরিস্থিতি। এখন ভাল কাজের মধ্যে দিয়েই এই সব সন্দেহ দূর করতে হবে। গরিব মানুষের পাশে থেকে লড়াই-সংগ্রামে এগোতে হবে। শুক্রবার ‘কাকাবাবু’ মুজফ্ফর আহমেদের ১২৩ তম জন্মদিবস উপলক্ষে দলের জেলা কার্যালয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার দলীয় কর্মীদের দ্রুত ‘ভুল’ শোধরানোর বার্তা দেন। তাঁর মন্তব্য, “নতুন করে শুরু করতে হবে। জ্বলন্ত সমস্যাগুলোকে সামনে রেখে আন্দোলন করতে হবে।”
|
পুকুর থেকে বেশ কয়েক হাজার টাকার বৈদ্যুতিক তার উদ্ধারের ঘটনা ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় পিংলার পশ্চিমবাড় গ্রামে। পরে পুলিশ গিয়ে ওই সব তার বাজেয়াপ্ত করে। তৃণমূলের অভিযোগ, স্থানীয় এক সিপিএম কর্মী বিদ্যুৎ দফতরের তার অবৈধ ভাবে বাড়িতে মজুত রেখেছিলেন। পরে জানাজানি হতে পুকুরে ফেলে দেন। ওই সিপিএম কর্মী এ দিন তাঁর বাড়িতেও ছিলেন না। পুলিশ তদন্ত শুরু করেছে। পিংলা থানার ওসি হীরক বিশ্বাস বলেন, “একটি পুকুর থেকে বেশ কিছু তার উদ্ধার হয়েছে। একসঙ্গে এত তার কোথা থেকে এল, কেই বা এনেছে, তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।
|
নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে দুই সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দু’জনের নাম নিতাই পাল ও নবকুমার মাহাতো। নিতাইয়ের বাড়ি মেদিনীপুর সদরের চাঁইপুরে। নবকুমারের ঢঢরাশোলে। শুক্রবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়। |