|
|
|
|
বাহিনী সরানোর দাবি মঞ্চের |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে জঙ্গলমহলের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে--এই দাবিতে শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরে বেশ কয়েক হাজার মানুষের মিছিল করল ‘সন্ত্রাস, দুর্নীতি ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী গণতান্ত্রিক মঞ্চ’। মিছিল থেকে ছত্রধর মাহাতো-সহ সমস্ত রাজনৈতিক বন্দির মুক্তি, ‘মিথ্যা-মামলা’ প্রত্যাহার ও ইউএপিএ বাতিলের দাবিও করা হয়। মঞ্চের সম্পাদক অশোকজীবন পরে অভিযোগ করেন, বিকেলে মিছিল সেরে ফেরার সময়ে ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে বাঁদরভুলায় মঞ্চের সমর্থকদের ৫টি বাসে হামলা চালায় যৌথ বাহিনী। |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
বাসের কাচ ভাঙচুর করা হয়। মারধর করা হয় চালক-আরোহীদের। একটি বাসের চালকের হাত ভেঙে দেওয়া হয়। প্রতিবাদে বিকেলেই লোধাশুলিতে কিছুক্ষণের জন্য ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন মঞ্চের লোকজন। মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
অন্য দিকে, জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধরও এ দিন জেল থেকে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় বাহিনী ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, বন্দিমুক্তি, ইউএপিএ বাতিল-সহ ২০ দফা দাবিতে আগামী ১৫ অগস্ট জঙ্গলমহল জুড়ে অরন্ধন ও মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দিয়েছেন। ওই সব দাবিতে মেদিনীপুর সেন্ট্রাল জেলের বন্দিরা ১৫ তারিখ থেকে রিলে অনশন করবেন বলেও বিবৃতিতে জানিয়েছেন ছত্রধর। বাহিনী প্রত্যাহার করে কমিটির সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসারও দাবি জানিয়েছেন তিনি। ছত্রধরের আরও দাবি, জঙ্গলমহলের প্রকৃত উন্নয়নের জন্য স্বশাসিত পরিষদ গঠন করতে হবে। |
|
|
|
|
|