একেই বলে আইনকে বুড়ো আঙুল দেখানো।
চওড়া রাস্তার মাঝখানে বুলেভার্ড আর তার গায়ে বৈদ্যুতিক পোস্টে কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে লেখা, দু’ধারের রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না। অথচ টালিগঞ্জ থানার উল্টো দিকে সাদার্ন অ্যাভিনিউয়ের মুখ থেকেই পর পর গাড়ি পার্কিং করা। পাশেই বুলেভার্ডের গায়ে পোস্টে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি বোর্ড টাঙানো রয়েছে।
কিন্তু অভিযোগ উঠেছে, কাজের কাজ এতে কিছুই হয়নি। কারণ, এখানে ট্রাফিক পুলিশ না থাকায় বারণ করার কেউ নেই এবং বোর্ডগুলি এমন জায়গায় টাঙানো যে সহজে কারও চোখে পড়ার নয়। ফলে গাড়ির পাশাপাশি ট্যাক্সিও দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে। বেশি অসুবিধা হয় শনিবার, কেননা ওই দিন সাদার্ন অ্যাভিনিউয়ের উপর অবস্থিত লেক কালীবাড়িতে অসংখ্য মানুষ আসেন পুজো দিতে। ফলে ওই দিন গাড়ির সংখ্যা তুলনায় অনেকটাই বেড়ে যাওয়ায় নিত্যযাত্রীদের যানজটে পড়তে হয়।
রবীন্দ্র সরোবরে হাঁটতে আসেন সুনীতা বসু। তাঁর কথায়: “সকালে আসতে না পারায় আমি বিকেলের দিকে হাঁটতে আসি। কিন্তু যে কারণে বহু দূর থেকে এখানে আসি সেই পরিবেশটাই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আগে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটা যেত, কিন্তু যত দিন যাচ্ছে গাড়ির সংখ্যা বাড়ছে আর আমাদের মতো বয়স্ক মানুষের হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে।”
|
সাদার্ন অ্যাভিনিউ কলকাতা পুরসভার দু’টি ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বেআইনি পার্কিংয়ের কথা স্বীকার করে ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তনিমা চট্টোপাধ্যায় বললেন, ‘‘ওয়ার্ডের বহু জায়গাতেই বেআইনি পার্কিং হচ্ছে। পুরসভার সংশ্লিষ্ট দফতর এবং পুলিশকে অনেক বার জানিয়েছি, কিন্তু কিছু লাভ হয়নি।’’ ৮৭ নম্বর ওয়ার্ডের পাশপাশি ৯০ নম্বর ওয়ার্ডে আবার কিছু কিছু জায়গায় ফুটপাথের উপরই গাড়ি পার্ক করা থাকে। পার্কিংয়ের জায়গার অভাবে অনেকেই ফুটপাথের উপর গাড়ি পার্ক করেন। এ ব্যাপারে ৯০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চৈতালী চট্টোপাধ্যায়ের কথায়: “আমার এ দিকে রাস্তায় পার্কিং খুব একটা হয় না। ফুটপাথে মাঝে মাঝে দেখি। কেউ এ নিয়ে অভিযোগও জানায়নি। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।”
সাদার্ন অ্যাভিনিউয়ের বেআইনি পার্কিং প্রসঙ্গে মেয়র পারিষদ (পার্কিং) রাজীব দেব বললেন, ‘‘ওখানে পার্কিং জোন হওয়ার কথা নয়। দেখতে হবে কারা পার্কিং করাচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখছি।’’ এ ব্যাপারে ভারপ্রাপ্ত ডিসি (ট্রাফিক) বিশাল গর্গ বলেন, “বিভিন্ন ট্রাফিক গার্ড থেকে প্রায়ই নজরদারি করা হয়। সাদার্ন অ্যাভিনিউয়ের ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি।” |
গড়িয়া থেকে দিঘা এখন পাঁচ ঘণ্টায়। সম্প্রতি গড়িয়া মোড় ও হরিনাভি থেকে দিঘা বাস পরিষেবা শুরু করল কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। হরিনাভি থেকে ভোর সাড়ে পাঁচটায় ও গড়িয়া থেকে পাঁচটায় বাস ছাড়বে। কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দিনে এক বার ওই বাস চলবে, অগ্রিম বুকিংয়ের ব্যবস্থাও রয়েছে। |