ত্রিপুরা
পুরনো অটো বাতিল করে সিএনজি চালিত যানে জোর
হরকে দূষণমুক্ত করার জন্য ১৫ বছরের পুরনো পেট্রোলচালিত অটোরিকশাকে বাতিল করে সিএনজি চালিত অটোর পারমিট দেওয়া শুরু করেছে ত্রিপুরা পরিবহণ দফতর। তবে এখনই যে সব রকম অটোর ক্ষেত্রে সিএনজি ব্যবহার বাধ্যতামূলক করার কোনও সিদ্ধান্ত সরকার নিচ্ছে না বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী মানিক দে। তাঁর বক্তব্য, “সিএনজি-অটো চালানো বাধ্যতামূলক করা হয়নি। এই মুহূর্তে তা সম্ভবও নয়।”
আপাতত সরকার ঠিক করেছে, শহরে যে সব অটো চলছে তার মধ্যে যেগুলি ১৫ বছরের পুরনো, সেগুলিকেই বাতিল করা হবে। এবং তার মালিকদের সিএনজি-অটোর পারমিট দেওয়া হবে। রাজ্যের ডেপুটি পরিবহণ কমিশনার তমাল মজুমদার জানিয়েছেন, “ইতিমধ্যেই বহু পুরনো অটোর মালিক স্বেচ্ছায় সিএনজি অটো নেওয়ার জন্য উপযুক্ত কাগজপত্র দেখিয়ে পরিবহণ দফতরে আবেদন জমা নিচ্ছেন।” এ ক্ষেত্রে পুরনো অটোগুলিকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হচ্ছে।
তবে এরই পাশাপাশি কিছু অটো-মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে: পুরনো গাড়িগুলিকে ‘বাতিল’ ঘোষণা করে এই অটো-মালিকরা সিএনজি পারমিট নিয়েছেন। কিন্তু তারা পুরনো অটোগুলিকে সম্পূর্ণ বাতিল না করে মফস্সল এলাকায় চালাচ্ছেন। এ রকম কিছু অটো পরিবহণ দফতর বাজেয়াপ্তও করেছে। সেগুলি নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গাড়িটিকে কেবল ‘কনডেমনড’ ঘোষণা করলেই মোটর ভেহিকলস দফতর এখন আর সার্টিফিকেট দিচ্ছে না। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ‘‘পুরনো অটোগুলিকে ‘স্ক্র্যাপ’ হিসেবে দেখাতে হবে। তবেই নতুন পারমিট দেওয়া হবে।’’ সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কিছু অটো-মালিক ১৫ বছরের পুরনো অটোকে মোটর ভেহিকলস অফিসের সামনে এনে সেগুলিকে গুড়িয়ে দিয়ে দফতর থেকে ‘কনডেমনড’ সার্টিফিকেট নিচ্ছেন।
তবে নতুন সিএনজি পারমিটের ব্যাপারে সরকার উদ্যোগী হলেও অটো-মালিকদের একাংশের অভিযোগ, পর্যাপ্ত সিএনজি ফিলিং স্টেশন আগরতলায় নেই। সরকার এই ব্যাপারে কিছুই করছে না। আগরতলায় এখন একটিই সিএনজি ফিলিং সেন্টার, বাঁধারঘাটে। পরিবহণ দফতরের উত্তর, আরও ২-৩টি সিএনজি ফিলিং সেন্টার এক বছরে তৈরির কথা। গ্যাস অথরিটি অব ইন্ডিয়া সে প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্যও নতুন ফিলিং সেন্টারের জন্য উপযুক্ত জমি নির্দিষ্ট করে দিয়েছে।
১৫ বছরের পুরনো সব ধরনের ‘কমার্সিয়াল’ গাড়ি বাতিল করা হচ্ছে না কেনএই প্রশ্নে মন্ত্রী বলেন, “ত্রিপুরার পরিবহণ ব্যবস্থা মূলত সড়ক নির্ভর। ফলে ১৫ বছরের সব ধরনের গাড়ি এখনই বাতিল করা সম্ভব নয়।”
Previous Story Jibjagat Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.