আপনার সাহায্যে...
রইল না আর পেটের চিহ্ন
প্র: পেটে অপারেশন হবে অথচ কোনও দাগ থাকবে না। এ রকম হওয়া সম্ভব?
উ: অবশ্যই সম্ভব। দাগ তো থাকবেই না, পেটও আগের চেয়ে সুন্দর হয়ে যাবে। যাকে বলে ডিজাইনার বেলি।

প্র: কী করে?
উ: এক জন প্লাস্টিক সার্জন থাকবেন টিমে। ব্যস, তিনি আপনার নাভিটাকে কেটে-ছেঁটে একেবারে মনের মতো করে দেবেন।

প্র: গভীর নাভি?
উ: সে যেমন চাইবেন। ম্যাডোনা, মেরিলিন মনরো, বিপাশা বসু---যার মতো চাইবেন তার মতোই হবে। তবে আমাদের দেশে দেখেছি কম বয়েসি মেয়েরাও খুব গভীর নাভি পছন্দ করেন না।

প্র: তাই?
উ: হ্যাঁ, আমার কাছে অনেকেই আসেন তাঁদের নাভির গভীরতা কমাতে। না হলে নাকি সেখানে ময়লা জমে।

প্র: দুল পরতে গেলে বা ট্যাটু আঁকতে গেলে গভীর নাভিই তো ভাল?
উ: বলছি তো, যিনি যেমন চান তেমন করে দেওয়ার ব্যবস্থা করা হবে।

প্র: আর মূল অপারেশনটা?
উ: সে তো নাভির মধ্য দিয়েই করা হয়।

প্র: সব অপারেশন এ ভাবে করা যাবে?
উ: কেন যাবে না?

প্র: অ্যাপেনডিকস, গলব্লাডার, জরায়ু, একেকটা তো একেক জায়গায়? তার পর ধরুন হার্নিয়া হল, কী ওভারি সিস্ট?
উ: কোনও অসুবিধে নেই। নাভি দিয়ে যে টিউব ঢোকানো হয় তাতে তিনটে ফুটো থাকে। আর যন্ত্রপাতিগুলো সব বাঁকা। ফলে পেটের মাঝখান দিয়ে ঢুকলেও যন্ত্র পেটের আনাচে-কানাচে চলে যেতে পারবে। কাজেই অপারেশনে কোনও সমস্যা নেই। আরামসে করে ফেলা যাবে।

প্র: তাই?
উ: আরামসে বলতে একটু শিখতে হবে। কাঁটা চামচে খেতে খেতে হঠাৎ চপস্টিকে খেতে শুরু করলে যেমন হয়। প্রথমে একটু অসুবিধে,আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়।

প্র: কোনও ক্ষতি হবে না তো?
উ: ক্ষতি হবে কেন? ট্রেনিং নিয়েই তো কাজে নামা হবে।

প্র: বিরাট বড় হার্নিয়া, জরায়ুর জটিল অপারেশন সব করা যাবে?
উ: দেখুন, পেটের মধ্যে সব জড়িয়ে-মড়িয়ে গেলে করা খুব কঠিন। বা ধরুন, বিরাট বড় টিউমার আছে জরায়ুতে, এত বড় যে মনে হচ্ছে ৬ মাসের বাচ্চা আছে পেটে, এখনও পর্যন্ত যা অবস্থা তাতে এই পদ্ধতিতে অপারেশন করা যাবে না।

প্র: এ সব ক্ষেত্রে তা হলে দাগহীন অপারেশন হবে না?
উ: পেটে তিন থেকে চারটি ফুটো করে অপারেশন হবে। তবে টেনশন করবেন না। দাগ মেলানোর খুব ভাল ওষুধ আছে। তিন থেকে ছয় মাসের মধ্যে দাগ অনেক হাল্কা হবে। মিলিয়েও যেতে পারে।

প্র: কিন্তু অপারেশন হয়েছে সেটা তো বোঝাই যাবে?
উ: দেখুন, বিয়ের আগে অপারেশন হলে গোপন করা জরুরি। বিয়ে বা বাচ্চা হয়ে গেলে আর অত সমস্যা কী? যদি না আপনি শো-বিজনেসে থাকেন।

প্র: সে আবার কী? দাগহীন অপারেশন দরকার সৌন্দর্যের জন্য, অপারেশন গোপন করার জন্য তো নয়?
উ: কিছু ক্ষেত্রে গোপন করতে হয়। আজকের দিনেও অনেকে মনে করেন পেটে অপারেশন হলে গর্ভধারণে সমস্যা হয়। ফলে অবিবাহিতা মেয়েরা পেটের অপারেশন গোপন করতেই চান।

প্র: তাই নাকি?
উ: অবশ্যই। গায়নোকলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে বিশেষ করে। হয়তো সিস্ট অপারেশন করা হয়েছে বা অতিরিক্ত ব্লিডিংয়ের সমস্যা মেটাতে অপারেশন হয়েছে, মেয়েরা অনেক সময়ই সেটা গোপন করে বলেন অ্যাপেনডিকস অপারেশন হয়েছে। কারণ বেশ কিছু মানুষ আছেন যাঁরা পেটের অপারেশন হলেই ধরে নেন গর্ভপাত হয়েছে। মোট কথা, পেটে দাগ থাকলে অনেক সময়ই অহেতুক কিছু প্রশ্ন ওঠে।

প্র: আজকাল তো গর্ভপাতও হয় খুবই।
উ: সে তো হয়ই। তবে তা তো আর পেট কেটে হয় না। তবে হ্যাঁ, একটোপিক প্রেগন্যান্সি হলে সিঙ্গল পোর্ট সার্জারি করে ব্যাপারটা গোপন রাখা যেতে পারে।

প্র: সিঙ্গল পোর্ট সার্জারি বলতে?
উ: ওই নাভিতে একটা ফুটো করে যে অপারেশন হয় তাকেই বলে সিঙ্গল পোর্ট সার্জারি।

প্র: কিন্তু সব সময় তো এ ভাবে অপারেশন করা নাও যেতে পারে? ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করতে গিয়ে কত সময়ই তো শেষ পর্যন্ত পেট অপারেশন করতে হয়।
উ: জটিল অবস্থায় করতে হতে পারে। তবে কম বয়সে তেমন জটিলতা কমই হয়। হলেও যে সব সময় পেট কাটতে হবে এমন নয়। একটার বদলে আরও একটা ফুটো করতে হবে।

প্র: সেই দাগের সমস্যা তো থেকেই গেল?
উ: হ্যাঁ। তবে এ রকম খুবই কম হয়।

প্র: ডিজাইনার বেলি পেতে গেলে সমস্যা কিছু নেই তো?
উ: কী সমস্যা?

প্র: অত বড় অপারেশন অত ছোট জায়গা দিয়ে করবেন। তার পর আবার সেটাকে কেটে-ছেঁটে ঠিক করা? সারতে বেশি সময় লাগবে না তো?
উ: একেবারেই না। একটা তো ফুটো, অনেক কম সময় লাগবে। সে দিন বা তার পর দিনই বাড়ি যাবেন। কাজে যেতে পারবেন সাত দিনের মাথায়। তবে দিন দশেক নাভিতে জল লাগানো যাবে না।

যোগাযোগ-৯৮৩০৬১৭৪১৪ এবং ৯৮৩৬৩১০৮৬০
Previous Item Patrika Next Item


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.