বিহারের জন্মশতবর্ষ উদ্যাপনে অভিনব সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর, এই এক মাস রাজ্যের সমস্ত বিপিএল পরিবারকে ২০ কিলোগ্রাম করে অতিরিক্ত চাল বিতরণ করবে সরকার। সরকার বিশেষ এই প্রকল্পের নাম দিয়েছে ‘শতবর্ষ চাল উৎসব’। উল্লেখ্য, বাংলা রেসিডেন্সি থেকে আলাদা হয়ে পৃথক রাজ্য ‘বিহার’-এর জন্ম হয় ১৯১১ সালে। সেই সূত্রে এ বছর ২২ মার্চ থেকে বিহারের শতবর্ষ উদ্যাপনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই উপলক্ষ্যে সারা বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে রাজ্যব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শুরু করেছে রাজ্য সরকার।
রাজ্যের খাদ্যমন্ত্রী শ্যাম রজক বলেন, “বিহারের শতবর্ষ উদ্যাপনকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। সেই উদ্দেশেই আমরা এই প্রকল্প হাতে নিয়েছি। এমনিতে একটি বিপিএল পরিবারকে মাসে ২৫ কিলোগ্রাম করে চাল দেওয়া হয়। ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তা বাড়িয়ে ৪৫ কিলোগ্রাম করা হবে।” শ্যাম রজক জানিয়েছেন, এর জন্য রাজ্য জুড়ে প্রায় দু’লক্ষ মেট্রিক টন অতিরিক্ত চালের প্রয়োজন। ইতিমধ্যেই রাজ্য সরকার ওই পরিমাণ চাল আমদানি করে ফেলেছে। ১৫ অগস্ট থেকেই তা বিতরণ শুরু হবে।
তবে বিপিএল পরিবারের সংখ্যা নিয়ে ইতিমধ্যেই বিহারের সঙ্গে কেন্দ্রের মতানৈক্য তৈরি হয়েছে। কেন্দ্রের তালিকা অনুযায়ী, বিহারে বিপিএল পরিবারের সংখ্যা ৬৫ লক্ষ। অন্য দিকে, নীতীশ সরকারের হিসেব অনুযায়ী এ রাজ্যে বিপিএল পরিবারের সংখ্যা প্রায় ১ কোটি ৬০ লক্ষ। ইতিমধ্যেই এ নিয়ে নীতীশ কুমার একাধিক বার কেন্দ্রের কাছে দরবার করেছেন। বিপিএল পরিবারের সংখ্যা নতুন করে সমীক্ষা করার জন্যও কেন্দ্রের কাছে দরবার করেছেন তিনি। শ্যাম রজকের কথায়, “আমাদের দাবি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আমরা রেখেছি। কিন্তু কেন্দ্র কী উত্তর দেবে, তার জন্য আমরা বসে নেই। কেন্দ্রের তালিকায় নেই, এমন বিপিএল তালিকাভুক্তদের সমপরিমাণ রেশন দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এর জন্য সরকারের মাসিক ১৫০ কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।” রাজ্যের শতবর্ষ উপলক্ষেই এই ব্যবস্থা। |