তিন সপ্তাহের মধ্যে দিল্লি পুলিশকে টাকা দিয়ে ভোট মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
এর আগে এই মামলার তদন্তে ঢিলেমি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ধমক খেয়েছিল দিল্লি পুলিশ। শুক্রবার ফের দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা করে আদালত বলে, “ঢিলেমি না দিয়ে ঠিক মতো কাজ করুন।
আমরা তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখছি।” পাশাপাশি, ওই টাকার উৎস খুঁজতেও বলা হয়েছে দিল্লি পুলিশকে।
২০০৮-এ সংসদে আস্থা ভোট হয়। তখন অশোক আর্গল-সহ তিন বিজেপি সাংসদ অভিযোগ করেছিলেন, অমর সিংহ এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তাঁদের ঘুষ দিয়েছিলেন ইউপিএ সরকারের হয়ে ভোট দেওয়ার জন্য। সেই সময় অমর সিংহ ছিলেন সমাজবাদী পার্টির নেতা। এবং সমাজবাদী পার্টি বাইরে থেকে সমর্থন জানিয়েছিল ইউপিএ সরকারকে। আদালতের বক্তব্য, “এক জন মধ্যস্থতাকারী সংসদের কাজকে প্রভাবিত করার চেষ্টা করেছিল এবং সে কিছুটা সফলও হয়েছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক।”
আগের বার আদালতের কাছ থেকে ধমক খাওয়ার পর এই মামলায় সঞ্জীব সাক্সেনা ও সুশীল হিন্দুস্থানিকে গ্রেফতার করেছিল পুলিশ। এ দিন ফের দিল্লির এক আদালতে তাঁদের হাজির করা হয়। আদালত তাঁদের ১৮ অগস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। |