সার্ধশতবর্ষে একাধারে বিজ্ঞানী ও শিল্পোদ্যোগী আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে পরম শ্রদ্ধায় স্মরণ করল বরাকবাসী। গত বুধবার আচার্যের জন্মদিনে শিলচরে দু’টি পৃথক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। আর্য সংস্কৃতি বোধনী সমিতি ও গাঁধী শান্তি প্রতিষ্ঠান কেন্দ্র যৌথ ভাবে অনাড়ম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল।
আচার্য স্মরণে দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্ম সার্ধশতবার্ষিকী কমিটি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর আঞ্চলিক কমিটি এবং পিপল্স সায়েন্স সোসাইটির যৌথ উদ্যোগে। দুই অনুষ্ঠানেই বক্তারা খেদ প্রকাশ করে বলেন, অবিভক্ত বঙ্গে বাঙালিকে স্বদেশি ভাবনায় উদ্বুদ্ধ করতে, বিজ্ঞানমনস্ক ও শিল্পোদ্যোগী হতে যে মানুষটি তাঁর সারা জীবন উৎসর্গ করেছেন, সার্ধশতবর্ষে তিনি কার্যত উপেক্ষিতই থেকে গেলেন।
আলোচনায় আচার্য প্রফুল্লচন্দ্রকে এক নতুন চেতনার জনক বলে উল্লেখ করা হয়। বলা হয়, তিনি শুধু অসাধারণ এক বিজ্ঞানসাধকই ছিলেন না, জাতিকে এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞানকে হাতিয়ার করে বাঙালিকে শিল্পমুখী হওয়ার প্রেরণাও জুগিয়েছেন। অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত এই বিজ্ঞানী নিজের হাতে বেঙ্গল কেমিক্যাল গড়ে বাঙালিকে দেখিয়ে গিয়েছেন, অকারণ বাগবিস্তার নয়, জরুরি হল আসলে কাজটা সময়ে করা। |