আবাসন ছেড়ে এ বার নগরোন্নয়নে হিডকো
শেষ পর্যন্ত আবাসন দফতরের হাত থেকে নগরোন্নয়ন দফতরের অধীনে যাচ্ছে হিডকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত ফাইলে সই করেছেন। মহাকরণ-সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনের পরে প্রস্তাব রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হবে।
১৯৯৫ সালের জন্মলগ্ন থেকে হিডকো রয়েছে আবাসন দফতরের অধীনে। সংস্থার এক কর্তার কথায়, “গোড়ার দিকে ঠিক ছিল, নিউটাউনে একটা আবাসন প্রকল্প গড়ে তোলা হবে। তাই হিডকো-কে আবাসন দফতরের অধীনে রাখা হয়। কিন্তু পরে নিউটাউনে উপনগরী গড়ে তোলার পরিকল্পনা হলেও সংস্থাটিকে নগরোন্নয়ন দফতরের অধীনে আনার চেষ্টা হয়নি। নতুন সরকার ক্ষমতায় এসে সেই কাজটাই করল।” ভবিষ্যতে শুধু নিউটাউনকে নিয়ে স্বতন্ত্র পুরসভা গঠনের পরিকল্পনাও রয়েছে। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে মমতা জানিয়ে দিয়েছেন, হিডকো আর কোনও জমি অধিগ্রহণ করবে না। ফলে নিউটাউনে উপনগরীর জন্য ঘোষিত মূল এলাকার বাইরে চলে যাচ্ছে প্রায় ১৬০০ একর জমি।
নতুন সরকার ক্ষমতায় আসার পরে হিডকো প্রশাসনে ইতিমধ্যে বেশ কিছু রদবদল হয়েছে। প্রথমে রাজ্যের দুই মন্ত্রীকে সংস্থার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করা হয়। পরে তাঁদের এবং ম্যানেজিং ডিরেক্টরকে সরিয়ে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) করে আনা হয়েছে দেবাশিস সেনকে। যদিও এখনও হিডকো-র যাবতীয় কাজ দেখছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাঁর কাছেই গুরুত্বপূর্ণ সব ফাইল পাঠানো হচ্ছে বলে মহাকরণ-সূত্রের খবর। পাশাপাশি নতুন জমানায় বদলে গিয়েছে হিডকো অফিসের ঠিকানাও।
Previous Story Calcutta Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.