|
|
|
|
দুই বন্দির মৃত্যুতে যুক্ত ৪ কারাকর্মী, বলল রাজ্য |
নিজস্ব সংবাদদাতা |
আলিপুর জেলে দু’দল বন্দির সংঘর্ষে আজহারউদ্দিন ও জাহাঙ্গির নামে দুই বিচারাধীন বন্দির মৃত্যু হয় ২০০৯ সালে। সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থের মামলায় রাজ্য সরকার শুক্রবার জানিয়ে দিল, জেল-হাজতে ওই হত্যাকাণ্ডে চার জেলকর্মীও যুক্ত ছিলেন। ২০০৯ সালের ১৬ অগস্ট কিছু বন্দি কয়েকটি দাবিতে আন্দোলন করছিলেন। সেই আন্দোলনকে কেন্দ্র করে দু’দল বন্দির মধ্যে গণ্ডগোল শুরু হয়। আজহারউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে মৃত্যু হয় জাহাঙ্গিরের। ওই চার কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই হাইকোর্ট বলেছে, ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নিহত দু’জনের পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে। এ দিন শুনানির শুরুতেই সরকারি আইনজীবী তপন মুখোপাধ্যায় পুলিশের রিপোর্টের উল্লেখ করে জেল-হাজতে ওই দু’জনের হত্যার সঙ্গে চার কারাকর্মীর জড়িত থাকার বিষয়টি আদালতকে জানান। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল এবং বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ ২৬ অগস্টের মধ্যে ওই অনুমতি নিয়ে মামলা শুরু করার নির্দেশ দিয়েছে। আবেদনকারীদের আইনজীবী রঘুনাথ চক্রবর্তী বলেন, ওই ঘটনায় মূলত দায়ী জেল সুপার। অথচ পুলিশ চার্জশিটে তাঁরই নাম বাদ দিয়েছে। এর পরেই নিহত দু’জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গ ওঠে। ডিভিশন বেঞ্চ নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার নির্দেশ দেয়। |
|
|
|
|
|