টুকরো খবর

ঘরে দুর্গন্ধ, অতিষ্ঠ মন্ত্রী
মহাকরণে নিজের অফিসঘর লাগোয়া শৌচাগারে দুর্গন্ধের জেরে অস্বস্তিতে পড়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অফিসঘরে কেউ আসলেই তাঁকে এর ব্যাখ্যা দিতে হচ্ছে। গন্ধ আসছে মন্ত্রীর সচিবালয়েও। শুক্রবার কৃষিমন্ত্রী বলেন, “১১ জুলাই দায়িত্ব নিয়ে এ ঘরে বসতে শুরু করেছি। সেদিন থেকেই এই অবস্থা। পূর্ত-ইঞ্জিনিয়ারদের বারবার বলেও কাজ হয়নি।” মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই মহাকরণের নানা শৌচাগারের অব্যবস্থা নিয়ে অসন্তোষ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেও কেন এ অবস্থা? পূর্ত দফতরের ব্যাখ্যা, “মন্ত্রীর ঘর লাগোয়া শৌচাগারের অবস্থান যেমন, তাতে গন্ধ আটকানো যাচ্ছে না। পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন বলেন, “আগে ওই ঘরে বসতেন অর্থ দফতরের এক অফিসার। হতে পারে ওটি অব্যবহৃত থাকায় গন্ধের বিষয়টি আগে প্রকাশ্যে আসেনি। অন্তত আমার নজরে আসেনি। মন্ত্রীকে বলা হয়েছে ঘর বদলে দেওয়া হবে।” তবে ইঞ্জিনিয়ারেরা জানান, সপ্তাহ দুয়েক তাঁকে এই অবস্থা সহ্য করতে হবে। পূর্তসচিব বলেন, “ওই শৌচাগারে হাওয়া চলাচলের ব্যবস্থা ভাল করে দুর্গন্ধ কমানোর চেষ্টা চলছে।”

গাড়ি-চুরি চক্রে ধৃত
গাড়ি চুরি-চক্রে জড়িত সন্দেহে দুই যুবক গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার, বিহারের বৈশালি থেকে। ধৃতদের নাম গুলশনকুমার সিংহ ও লক্ষ্মণকুমার রাই। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন শুক্রবার জানান, জুনে বেনিয়াপুকুর ও বেলেঘাটা থানা এলাকা থেকে ২টি গাড়ি চুরি যায়। তদন্তে নেমে প্রথমে সুনীলকুমার রাই ও অর্জুনকুমার রাই নামে দু’জন ধরা পড়ে। সুনীল মল্লিকবাজারের একটি সংস্থায় গাড়িচালক। কাজের ফাঁকে বিভিন্ন গাড়ির উপরে নজর রাখত সে। গাড়ি বিক্রির টাকা বিহারে পাঠানোর দায়িত্ব ছিল অর্জুনের। ওই দু’জনকে জেরা করেই জানা যায় গুলশন ও লক্ষ্মণের কথা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দু’টি গাড়ি।

উচ্ছেদের অভিযোগ
কেএমডিএ-র বিরুদ্ধে বেআইনি ভাবে উচ্ছেদের অভিযোগ করল যাদবপুরের বৃজি-পাটুলি মৎস্য সমবায় সমিতি। শুক্রবার সকালে কেএমডিএ-র অফিসারেরা সেখানে ভেড়ি উচ্ছেদ অভিযানে যান। পুলিশ জানায়, সমিতির সদস্যদের বাধায় অভিযান করা যায়নি। সদস্যদের দাবি, ওই ভেড়িতে তাঁরা ২০ বছর মাছ চাষ করছেন। ভেড়ির জমির দখল নিয়ে মৎস্যজীবী সমবায় সমিতি হাইকোর্টে কেএমডিএ-র বিরুদ্ধে মামলা করেছে। তার শুনানি চলছে। সমিতির সভাপতি উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “অনৈতিক ভাবে ভেড়ির দখল নিতে চাইছে কেএমডিএ।” কেএমডিএ-র ভাইস চেয়ারম্যান তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

জাল নোট-সহ চাঁই গ্রেফতার
পোস্তা থানা এলাকার হরিরাম গোয়েনকা স্ট্রিট থেকে শুক্রবার জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রের খবর, ধৃতের নাম অরুণকুমার সাহা ওরফে মারু। বাড়ি মালদহে। তাঁর কাছে দু’লক্ষ ৮১ হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে। সবই ৫০০ টাকার নোট। অন্ধ্রপ্রদেশেও অরুণের বিরুদ্ধে মামলা চলছে বলে এসটিএফ সূত্রের খবর।

বধূর দেহ উদ্ধার
এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার, দক্ষিণ শহরতলির কাশীপুর থানার ভোগালির সাহাপাড়ায়। মৃতার নাম ঝর্না সাহা (৩৭)। পুলিশ জানায়, গলায় ফাঁস লাগানো ও মুখ থ্যাঁতলানো অবস্থায় তাঁর দেহ মেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে ঝর্নাদেবীর স্বামী দুধকুমার সাহাকে ধরেছে পুলিশ।
Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.