বালি চুরি আটকাতে ‘মানচিত্র’ |
অবৈধ বালি খাদান নিয়ন্ত্রণ করে রাজস্ব আদায় বাড়াতে চাইছে জেলা প্রশাসন। অবশ্য আগেও এ নিয়ে বহু বার বৈঠক হয়েছে। কাজের কাজ কিছু হয়নি।
শুক্রবার মহকুমাশাসক, বিডিও, বিএলএলআরও-দের বৈঠকে ডেকেছিল জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) সৈকতকুমার দত্ত বলেন, “বালি উত্তোলনের মৌজাভিত্তিক মানচিত্র তৈরি করা হচ্ছে।” তবে জেলায় কত অবৈধ বালি খাদান রয়েছে, সে তথ্য তিনি দিতে পারেননি।
দীর্ঘদিন ধরেই দামোদর, অজয় ও দ্বারকেশ্বর থেকে যথেচ্ছ বালি তুলে জেলার বাইরে, বিশেষত কলকাতার নানা এলাকায় পাঠানো চলছে। একে তো সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, যত্রতত্র বালি তোলায় বিপন্ন হয়ে পড়ছে সেতু, নদীবাঁধ, রাস্তাও। সৈকতবাবুর আশ্বাস, এ বার থেকে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হবে। অতিরিক্ত জেলাশাসক জানান, বর্তমানে বিভিন্ন খাদান লিজ দিয়ে এবং বিভিন্ন রাস্তা দিয়ে বালি চলাচল বাবদ বছরে ১৫ কোটি টাকা আয় হয়। সেটাকে তাঁরা দ্বিগুণ করতে চাইছেন।
ট্রাকে অতিরিক্ত বালি বোঝাই করার কারণে বহু নতুন রাস্তাও ভেঙে যায়। অতিরিক্ত জেলাশাসক বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ, বালি বোঝাই ট্রাকের ওজন ১০ টনের বেশি হবে না। এখন তা হরদম ১৫-১৮ টন হচ্ছে।” তিনি জানান, অতিরিক্ত বালি তোলায় ইতিমধ্যে দুর্গাপুর-ফরিদপুর ব্লকে চারটি ট্রাক আটক করা হয়েছে। অন্যত্রও অভিযান হবে বলে তাঁর আশ্বাস।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাজু পাল (২৭) নামে এক যুবকের। বাড়ি বর্ধমান শহরের ভাতছালা পিরতলায়। তিনি পেশায় প্রাইভেট টিউটর। শুক্রবার ভোরে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাড়ির বারান্দায় তাঁর দেহ মেলে। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন রাজু। পুলিশ জানায়, সুইসাইড নোটে ওই যুবক জানিয়েছেন, রথতলার এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু ওই তরুণী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাতে হতাশায় ভুগছিলেন রাজু। তাঁর পরিবারের তরফে ওই তরুণী ও তাঁর বাবার নামে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয়েছে।
|
মামাবাড়ি বেড়াতে এসে শুক্রবার সকালে মন্তেশ্বরের কাইগ্রামে জলে ডুবে মৃত্যু হল একটি শিশুর। শাবানা খাতুন (৩) নামে ওই শিশুর বাড়ি ঢেউচাঁদা গ্রামে। এ দিন বছর চারেকের মামাতো দাদা রাজেশ শেখের সঙ্গে বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল সে। তখনই পুকুর ঘাটে নেমে পড়ে দু’জনে। জলে হাবুডুবু খেতে দেখে রাজেশকে উদ্ধার করেন বাসিন্দারা। পরে পুকুরে শাবানার দেহ ভেসে ওঠে। |