পুজোর মণ্ডপে অপরাধ রুখতে সিসিটিভি কালনায়
হিষমর্দিনী পুজো উপলক্ষে মণ্ডপ ও তার আশপাশের এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি। কালনার মহিষমর্দিনী তলায় মোট ১২টি সিসিটিভি বসানো হচ্ছে। শনিবার থেকে শুরু হচ্ছে এই পুজো। অপরাধমূলক কাজকর্ম এড়াতেই এমন উদ্যোগ বলে পুজো কমিটির তরফে জানানো হয়েছে। এ ছাড়াও, পুজোর চার দিন কালনা শহরে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করছে পুলিশ-প্রশাসন।
পুজো উপলক্ষে বসেছে মেলা। নিজস্ব চিত্র।
এই পুজো উপলক্ষে বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ ও হুগলি থেকে কয়েক হাজার মানুষ কালনায় আসেন। সপ্তমীর সকাল থেকে দশমীর সন্ধ্যা পর্যন্ত পুজো চত্বর ভিড়ে ঠাসা থাকে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুজোর ভিড়ে দুষ্কৃতীদের ঢুকে পড়া, এমনকী নাশকতার সম্ভাবনাও থেকে যায়। সেই কারণেই দরকার কড়া নজরদারি। সিসিটিভি থাকলে বিভিন্ন জায়গা থেকে নজরদারি করতে সুবিধা হবে পুলিশের। পুলিশের দাবি, ভিড়ের মধ্যে পকেটমারি, ছিতাইয়ের মতো কোনও ঘটনা ঘটলেই সিসিটিভিতে তা রেকর্ড হবে। ফলে দুষ্কৃতীদের শনাক্তকরণের কাজ সহজ হবে। তবে সাধারণ ভক্তদের পুজো দিতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য চারটি সিসিটিভি লাগানো হচ্ছে মণ্ডপ ঘিরেই। সিসিটিভি লাগাতে আর্থিক সহায়তা করেছেন পুজো কমিটির সভাপতি তথা শিল্পপতি সুশীল মিশ্র।
মহিষমর্দিনী: আজ, শনিবার শুরু হচ্ছে কালনার অন্যতম ঐতিহ্যবাহী এই পুজো। ছবি: কেদারনাথ ভট্টাচার্য
শুধু সিসিটিভি নয়। পুজো উপলক্ষে এ বার গোটা শহর ঘিরে থাকছে কড়া প্রহরা। শুক্রবারই জেলা সদর থেকে শহরে এসে পৌঁছেছে অতিরিক্ত পুলিশ বাহিনী। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, শুধু পুজো মণ্ডপ এবং মেলা প্রাঙ্গণই নয়। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাতেই পুলিশ থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ভিড় সামলানোর কাজ করবেন তাঁরা। সপ্তমীর দিন সকাল থেকেই শহরে ঢোকার মুখে থাকবে স্পেশাল চেকিং। যাত্রী নিয়ে মোটর ভ্যানের শহরে প্রবেশাধিকার থাকছে না। গ্রাম-গঞ্জ থেকে যাত্রী নিয়ে আসলে তাঁদের নামিয়ে দিতে হবে শহরে ঢোকার মুখে। রিকশা যাতে একই লাইনে রাখা হয়, তার জন্য পুলিশের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রিকশা ইউনিয়নগুলিতে। স্থলপথের মতো জলপথেও থাকছে কড়া নজরদারি। নদীঘাটের ইজারাদারদের সঙ্গে বৈঠকে পুলিশ জানিয়ে দিয়েছে, নৌকায় ৫০ জনের বেশি যাত্রী পারাপার করানো যাবে না।
কোনও নাশকতার ফাঁদ পাতা হয়েছে কি না তা পরীক্ষা করতে পুজো মণ্ডপ ও তার আশপাশের এলাকা ঘুরে দেখে জেলা ডিআইবি-র একটি দল। নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে পরীক্ষা করে দেখেন, কালনা থানার ওসি অমিতকুমার মিত্র।
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.