পরীক্ষায় পাশ করাতে ‘ঘুষ’ চেয়ে ধৃত শিক্ষক |
পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য এক ছাত্রের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে আসানসোল হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই অভিযোগে কলেজে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ওই কলেজের অধ্যক্ষ রোহিণী মণ্ডল জানান, কলেজের শিক্ষক রজতশুভ্র সেনগুপ্তের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা এই অভিযোগ এনেছেন। রোহিণীবাবু বলেন, “এক ছাত্র আমার কাছে অভিযোগ জানায়, তাঁর কাছে রজতশুভ্রবাবু পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা চেয়েছেন। কলেজের অন্য ছাত্রছাত্রীরাও একই অভিযোগে একটি স্মারকলিপি দেন। আমি দু’টি অভিযোগই থানায় পাঠিয়ে দিয়েছি।” এ দিকে, যাঁর কাছে টাকা চাওয়া হয়েছিল, দ্বিতীয় বর্ষের সেই ছাত্র অলোক ত্রিপাঠি লিখিত অভিযোগে জানিয়েছেন, টাকা না দিলে তাঁকে পাশ না করানোর হুমকিও দিয়েছিলেন ওই অভিযুক্ত শিক্ষক। অন্য ছাত্রছাত্রীরাও অভিযোগ করেছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আগেও এই অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েও লাভ হয়নি। অন্য দিকে, ওই শিক্ষকের দাবি, তিনি কোনও টাকা চাননি। তাঁকে উদ্যেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।
|
প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ ও মামলা শেষে শুনানির শংসাপত্র যাতে নিয়মিত দেওয়া হয়, তার দাবিতে শুক্রবার আসানসোল আদালতে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা। আসানসোল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল এ দিন জানিয়েছেন, প্রয়োজনীয় সংখ্যক কর্মী নেই। তার পরে মামলার অগ্রগতি খুবই কম হচ্ছে। মামলার শেষে শুনানির শংসাপত্র না পাওয়ার ফলে বিচারপ্রার্থীরা খুবই সমস্যায় পড়ছেন।
|
কারখানা গড়ার কাজ শুরুর আগের চুক্তি মানছেন না কর্তৃপক্ষ। এমন অভিযোগে শুক্রবার জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকে একটি স্পঞ্জ আয়রন কারখানার গেটে বিক্ষোভ সভা করল সিটু। সিটু নেতা মনোজ দত্তের অভিযোগ, চার জন শ্রমিককে স্থায়ী করা হলেও ১২০ জনের ক্ষেত্রে তা হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে। |