দু’দিনের আন্তঃ জীবনবিমা নিগম (পূর্বাঞ্চল) টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হল আসানসোল জীবনবিমা ইন্ডোর স্পোর্টস হাউসে। বৃহস্পতি ও শুক্রবার এই প্রতিযোগিতা হয়। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেএমডিও-১-এর রঞ্জন চক্রবর্তী। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হাওড়ার চন্দ্রাণী দে। আয়োজকদের তরফে চিন্ময় ভট্টাচার্য জানান, ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দু’টি বিভাগের চার জন করে মোট আট জন দিল্লিতে সংস্থার সেন্ট্রাল মিট-এ যোগ দেবেন।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ফুটবলে শুক্রবার কুলটি মাঠে জয়ী হল আদিবাসী পঞ্চগ্রাম সমিতি। তারা লোহারপাড়া দেশবন্ধু ক্লাবকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে দু’পক্ষই একটি করে গোল করে। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় গুটগুটপাড়া মিলন সঙ্ঘ ২-০ গোলে ফ্রেন্ডস সার্কল ফুটবল অ্যাকাডেমিকে হারায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের শুক্রবারের খেলায় ডিএসপিএসএ বিজয়ী হয়। তারা নেহরু স্টেডিয়ামের খেলায় ২-০ গোলে হারায় ফ্রেন্ডস রেজিমেন্টকে। দু’টি গোলই করেন প্রশান্ত অধিকারী। ম্যাচটি পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, বিমান দাস ও অভীক চক্রবর্তী। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগের শুক্রবারের খেলা শেষ হয় অমীমাংসিত ভাবে। এ দিন এমএএমসি মাঠে মুখোমুখি হয়েছিল ভলিবল ক্লাব এবং সি-জোন স্পোর্টিং ক্লাব। দু’টি দলই একটি করে গোল করে। ভলিবল ক্লাবের হয়ে রাজীব এক্কা গোল করেন।
|
দেবু ঘটক ও রাজীব গাঁধী স্মৃতি গোল্ড কাপ ফুটবলে শুক্রবার জয়ী হল ইয়ং মেন্স। আপার চেলিডাঙা রাজীব গাঁধী ফুটবল মাঠে তারা সাতগ্রাম দুর্বার স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনকে ৪-৩ গোলে হারিয়ে দেয়। খেলার সেরা জয়ী দলের প্রেমজী রাউত। |