টুকরো খবর

দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে সংবাদ মাধ্যমে ‘ব্যক্তিগত’ মতামত জানিয়ে দলের মধ্যেই বিতর্কের মুখে পড়ে গেলেন শিলিগুড়ির সিপিআই নেতা তথা প্রাক্তন ডেপুটি মেয়র হরিসাধন ঘোষ। দার্জিলিঙে স্বশাসন নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি নতুন সমস্যার সৃষ্টি করবে বলে সিপিআই এবং বামফ্রন্টের পক্ষ থেকে বলা হলেও প্রাক্তন ডেপুটি মেয়র বলেছেন, ওই চুক্তি পাহাড় ও সমতলের বন্ধুত্ব দৃঢ় করবে। এমনকী, ‘বামফ্রন্ট সরকার পাহাড় সমস্যা মেটাতে উদ্যোগী হলেও আন্তরিকতার অভাব ছিল’ বলেও তিনি মন্তব্য করেন। সিপিআইয়ের জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী বলেন, “আমাদের দল মনে করে পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি নতুন সমস্যা তৈরি করবে। তা ছাড়া রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না-করে চুক্তি হল। সেখানে হরিসাধনবাবুর মতামত ব্যক্তিগত হলেও অবাঞ্ছিত। কেন তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে এ কথা বললেন তা জানতে চাওয়া হবে।”

জঙ্গলমহলের পরে এ বার পাহাড়। ফের তৃণমূল নেতৃত্ব তথা রাজ্য সরকারের জন্য ‘অস্বস্তি’ তৈরি করলেন দলীয় সাংসদ কবীর সুমন! মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন পাহাড়-চুক্তি সম্পন্ন করছেন, সে দিনই সুমন প্রশ্ন তুলেছেন, পাহাড়ের আদি বাসিন্দা লেপচাদের স্বার্থের কথা ভাবা হচ্ছে না কেন? যাদবপুরের তৃণমূল সাংসদ সুমন সোমবার মন্তব্য করেছেন, “পাহাড়ের আদি বাসিন্দা তো লেপচারা। তাঁদের কথা ভাবা হচ্ছে বলে তো দেখছি না! কী যে হচ্ছে, বুঝতে পারছি না। লেপচারা তো কেঁদে কেঁদে আমাকেই বলছেন!” গায়ক-সাংসদের আরও মন্তব্য, “পরিবর্তন-সরকার এসেছে। কিন্তু লেপচাদের কোনও পরিবর্তন হয়েছে বলে তো দেখছি না!” সাম্প্রতিক কালে দলের অন্দরে বারংবার বিতর্ক-বাধানো সুমনের ওই কাজে ‘ক্ষুব্ধ’ হয়েছিলেন তৃণমূল নেত্রী। তাঁর বিরুদ্ধে এ বার কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না, তা নিয়েও দলে আলোচনা হচ্ছিল। এ বার পাহাড়-কাঁটার পরে সুমনকে নিয়ে তৃণমূল নেতৃত্ব কী করেন, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক শিবিরে।

এনজেপি’তে ডিআরএম অফিস চালু, শূন্য পদে নিয়োগ-সহ নানা দাবিতে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে স্মারকলিপি দিল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের পক্ষে রেল মন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই তাঁকে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃত্ব।

ফাঁসিদেওয়ার চটহাটে বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হল। সোমবার তার উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী সুনীল তিরকি। ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল জানান, পঞ্চায়েত সমিতির অর্থে দুই বিঘায় বাসস্ট্যান্ডটি তৈরি হয়েছে।

নানা দাবিতে সোমবার সিপিএমের জলপাইগুড়ি বারপেটিয়া লোকাল কমিটির তরফে সদর ব্লকের বিডিও অফিসে ক্ষোভ দেখানো হয়।
Previous Story Uttarbanga Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.