|
|
|
|
ফেব্রুয়ারিতে রাজ্য সম্মেলন সিপিএম ও আরএসপি-র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বারও সিপিএমের রাজ্য সম্মেলন হবে কলকাতায়। আগামী বছর ফেব্রুয়ারিতে রাজ্য সম্মেলন বসবে বলে দলের রাজ্য কমিটিতে ঠিক হয়েছে। তবে তার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এপ্রিলে কেরলের কোঝিকোডে দলের ২০তম পার্টি কংগ্রেসের আসর বসছে। তার আগে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে সম্মেলনের প্রক্রিয়া সেরে ফেলার জন্য দিনপঞ্জি তৈরি হয়ে গিয়েছে রাজ্য কমিটিতে। বিধানসভা ভোটের জন্য নির্ধারিত সময়ের ঠিক এক বছর পরে রাজ্য সম্মেলন ও পার্টি কংগ্রেস হচ্ছে। সিপিএমের পাশাপাশি ওই একই সময়ে সম্মেলন-পর্ব চলবে বাম শরিক আরএসপি-রও। দিল্লিতে তাদের কেন্দ্রীয় কমিটির সাম্প্রতিক বৈঠকে ঠিক হয়েছে, আগামী বছর ৬-৯ এপ্রিল দলের সর্বভারতীয় সম্মেলন হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ফেব্রুয়ারিতে হবে রাজ্য সম্মেলন। তবে তার স্থান ও কাল ঠিক করবে রাজ্য কমিটি। অগস্ট মাস থেকেই সদস্যপদ নবীকরণের কাজ শুরু করবে আরএসপি। জেলাগুলির সম্মেলন ডিসেম্বরের মধ্যে সেরে ফেলার লক্ষ্যমাত্রা নিয়ে চলছে তারা। এ বার আর এক বাম শরিক সিপিআইয়ের রাজ্য সম্মেলনও হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে।
সিপিএমের নিচু তলার সম্মেলন-প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ দিকেই শুরু হয়ে যাওয়ার কথা। রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, “জেলা ধরে ধরে সম্মেলনের দিনপঞ্জি ঠিক হয়েছে। রাজ্য সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়নি। তবে ফেব্রুয়ারির মধ্যেই এই প্রক্রিয়া শেষ হবে। মাঝে মার্চ পার্টি কংগ্রেসের প্রস্তুতির জন্য থাকবে।” রাজ্যে ‘পরিবর্তনে’র পরে বিভিন্ন প্রান্তে সংগঠনের হাল খারাপ হলেও প্রতিটি স্তরের কমিটিকে আলাদা সম্মেলন করতে হবে। পরে প্রয়োজনে একাধিক কমিটি মিলিয়ে দেওয়া হতে পারে। পরিবর্তিত পরিস্থিতি এবং শাসক জোটের আক্রমণের জেরে বহু জায়গায় শাখা, লোকাল বা ক্ষেত্রবিশেষে জোনাল সম্মেলন করতে সমস্যা হবে বলে আশঙ্কা প্রকাশ করেন কিছু জেলার প্রতিনিধিরা। সেই জন্য নিচু স্তরে একাধিক কমিটির সম্মেলন যৌথ ভাবে করার কথা উঠেছিল দলের একাংশে। কিন্তু তাতে সংগঠন সম্পর্কে আরও ‘ভুল বার্তা’ যাওয়ার আশঙ্কায় ওই ভাবনা নাকচ করে দিয়েছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব। সম্মেলন-প্রক্রিয়ার পাশাপাশিই সাংগঠনিক স্তরে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিও চলবে। |
|
|
|
|
|