ইঞ্জিনিয়ারিং পঠনপাঠনে নজর দিতে দল রাজ্যের
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ইঞ্জিনিয়ারিংয়ের পঠনপাঠন কেমন চলছে, তা দেখার জন্য একটি পরিদর্শক দল গড়ল উচ্চশিক্ষা দফতর। শিক্ষা প্রতিষ্ঠানে আচমকা পরিদর্শনে যাবে ওই দলের সদস্যেরা। বছরভর পরিদর্শন চলবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষা দফতরের কর্তারা।
বিভিন্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরিকাঠামোর অভাব এবং পঠনপাঠনের মান খারাপ বলে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সচিব সতীশ তিওয়ারি সোমবার বলেন, “পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি পড়ানোর মান ভাল নয় বলে ইঞ্জিনিয়ারিং কলেজগুলির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। সরকারের কাছে এই ধরনের বহু অভিযোগ জমা পড়েছে। তাই এই পরিদর্শক দল গড়া হয়েছে।” রাজ্যের প্রযুক্তি শিক্ষা অধিকর্তা সজল দাশগুপ্ত-সহ বিকাশ ভবনের দুই আধিকারিক এবং ইঞ্জিনিয়ারিংয়ের তিন জন অধ্যাপককে নিয়ে আপাতত ওই পরিদর্শক দল গড়া হয়েছে। পরে দলের সদস্য-সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান উচ্চশিক্ষা সচিব। তিনি বলেন, “ইঞ্জিনিয়ারিং কলেজ তো বটেই, যাদবপুর, বেসু-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগেও পরিদর্শনে যাবে ওই দল।”
ইঞ্জিনিয়ারিং কলেজ খোলার জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকিনিক্যাল এডুকেশন বা এআইসিটিই এবং রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের প্রয়োজন হয়। স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের ওই পরিদর্শক দলের সেই অনুমোদন বাতিল করার ক্ষমতা থাকবে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঘুরে দেখে রাজ্য সরকারকে পরামর্শ দেবে ওই দল। সচিব বলেন, “সরকার প্রয়োজনে একটি নিয়ন্ত্রক সংস্থাও গড়তে পারে। তারা ওই পরিদর্শক দলের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে পারে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।”

দ্বিতীয় দফায় তাঁর রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচন ‘ঐতিহাসিক দিক থেকে তাৎপর্যপূর্ণ’ হয়ে থাকল বলে মনে করছেন সীতারাম ইয়েচুরি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পরে সোমবার বিধানসভায় শংসাপত্র নিতে এসে ইয়েচুরি বলেন, “আমি মনোনয়নপত্র জমা দিই ৮ জুলাই। সে দিন জ্যোতি বসুর জন্মদিন ছিল। শংসাপত্র পেলাম ১৮ জুলাই, যে দিন নেলসন ম্যান্ডেলার জন্মদিন। পৃথিবীর ইতিহাসে এই দু’জনই উল্লেখযোগ্য নেতা, যাঁরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েও স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।” সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব স্মরণ করিয়ে দেন, বিধানসভা থেকে কয়েক গজ দূরে ইডেন গার্ডেনসে ম্যান্ডেলাকে যে দিন জ্যোতিবাবুর নেতৃত্বাধীন বামসরকার গণসংবর্ধনা দেয়, সেই দিনটাও ঘটনাচক্রে ১৮ তারিখ ছিল ১৮ অক্টোবর, ১৯৯০! চিন সফর থেকে রবিবার ফিরে এ দিন সকালে ইয়েচুরি কলকাতায় আসেন রাজ্যসভার জয়ী প্রার্থীর শংসাপত্র নিতে, সন্ধ্যায় ফিরে যান দিল্লি।
Previous Story Rajya First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.