|
|
|
|
পঞ্চায়েতে বাধা, বাম সমাবেশ রাজ্যে-কেন্দ্রে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে নির্বাচিত পঞ্চায়েত, শ্রমিক ও ছাত্র ইউনিয়নকে ‘স্বাধীন ভাবে’ কাজ করতে না-দেওয়ার প্রতিবাদে এ বার রাজ্য বিধানসভার সামনে জমায়েতের ডাক দিল বামফ্রন্ট। সোমবার বামফ্রন্টের বৈঠকের পরে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, “যে ভাবে পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন নির্বাচিত সংস্থাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তার প্রতিবাদে জেলায় জেলায় ৩১ জুলাই পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে। তার পরে ১০ অগস্ট বিধানসভার সামনে এবং ২৫ অগস্ট লোকসভার সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।” রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ১০ অগস্ট। সেই দিনই বিধানসভার বাইরে জমায়েতের ডাক দিল বামফ্রন্ট। জমায়েতে থাকার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বাম বিধায়ক ও সাংসদেরাও থাকবেন। নেতাজি
ইন্ডোর স্টেডিয়ামের দিকে এই জমায়েত করা হবে। লোকসভার অধিবেশনের সময় দিল্লিতে বিক্ষোভ-জমায়েতেও বামফ্রন্টের বিধায়ক-সাংসদেরা উপস্থিত থাকবেন।
বিমানবাবুর কথায়, “তৃণমূলের নেতারা বলছেন, তাঁদের কথা শুনে পঞ্চায়েত চালাতে হবে। বিডিও-রা বলছেন, তৃণমূল যে পরামর্শদাতা কমিটি তৈরি করেছে, তার কথা শুনে পঞ্চায়েত চালাতে হবে। কিন্তু এই স্বঘোষিত পরামর্শদাতা কমিটির কোনও সরকারি বৈধতাই নেই!” তাঁর অভিযোগ, “বহু জায়গাতেই পঞ্চায়েত প্রধানদের বলা হচ্ছে, কাজ করতে হলে তৃণমূলের নেতাদের টাকা দিতে হবে। অনেক পঞ্চায়েত প্রধান অফিসে যেতে পারছেন না। উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে যাচ্ছে।”
রাজ্যের শাসন ক্ষমতার পরিবর্তন হলেও বেশির ভাগ পঞ্চায়েত কিন্তু এখনও বামেদের দখলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনতে পারেন, এমন ইঙ্গিতও রয়েছে। বাম-শাসিত পঞ্চায়েতগুলি আগামী এক বছর ঠিকমতো কাজ করতে না-পারলে গ্রামের মানুষ বামেদের উপরে আরও ক্ষুব্ধ হয়ে উঠবে। এই পরিস্থিতিতে বিমানবাবুদের দাবি নির্বাচিত পঞ্চায়েতকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে। |
|
|
|
|
|