ধোনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ হরভজন আইনি নোটিশ পাঠালেন
র তিন দিনের মধ্যে লর্ডসে টস করতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনি। আর হরভজন সিংহ তাঁর প্রথম একাদশের অন্যতম প্রধান অস্ত্র। অথচ মহাগুরুত্বপূর্ণ টেস্ট খেলতে নামার কয়েক ঘণ্টা আগে দু’জনে কার্যত জড়িয়ে গেলেন আইনি যুদ্ধে। অধিনায়কের বিজ্ঞাপন সংস্থা বিজয় মাল্যর ইউবি গ্রুপকে আইনি নোটিশ পাঠালেন হরভজন।
কয়েক দিন ধরেই ক্রিকেটমহলে জোর জল্পনা চলছিল ধোনির করা মদ্যপানীয়ের একটি বিজ্ঞাপন নিয়ে। যেখানে হরভজনকে বিদ্রুপ করেছেন ধোনি বলে শোনা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী মদ্যপানীয়ের সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছেন অফস্পিনার। সেখানে তিনি একটা জায়গায় বলেছেন, “আমি কি বড় বানিয়ে ফেলেছি?” ধোনি নাকি তাঁর বিজ্ঞাপনে সেটাকেই বিদ্রুপ করেছেন। হরভজনের মতো দেখতে এক জনকে দেখানো হয়েছে কারখানায় কাজ করছেন। একই কথা বলানো হয়েছে হরভজনের ডুপ্লিকেটকে দিয়ে। যা শুনে প্রথমে বাবার হাতে চড় খাবেন সেই ব্যক্তি। তার পর ধোনি বলছেন, “বড়-টড় ভুলে যাও, অন্য রকম কিছু ভাবো।”
বিজ্ঞাপনটিকে চূড়ান্ত অপমানজনক আখ্যা দিয়েছে হরভজনের পরিবার।
আইনি নোটিশ পাঠিয়েছেন হরভজনের মা অবতার কৌর। তিনি বলেছেন, এই বিজ্ঞাপন তাঁদের পরিবার এবং পুরো শিখ সম্প্রদায়কে অপমান করেছে। এমনও অভিযোগ করেছেন যে, এই ধরনের বিজ্ঞাপন ভারতীয় দলের মধ্যে বিভাজন তৈরি করছে। দলীয় সংহতি নষ্ট করছে। নোটিশ পাঠিয়ে ইউবি গ্রুপকে বলা হয়েছে, সংবাদপত্র বা টিভি চ্যানেলের মাধ্যমে জনসমক্ষে ক্ষমা চাওয়ার জন্য।
নোটিশ হাতে পাওয়ার তিন দিনের মধ্যে বিজ্ঞাপনটি তুলে নেওয়ার আর্জিও জানানো হয়েছে। এক লক্ষ টাকার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.