বয়সভিত্তিক র্যাপিড দাবা প্রতিযোগিতা উত্তরপাড়ায়
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
ডায়নামিক চেস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং হুগলি জেলা দাবা সংস্থা ও রাজ্য দাবা সংস্থার সহযোগিতায় দু’দিন ব্যাপী ‘সারা বাংলা অনূর্ধ্ব-১৬ র্যাপিড দাবা’ প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল। উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ (বালিকা) বিদ্যালয়ে আয়োজিত ওই প্রতিযোগিতায় মোট ৮৮ জন দাবাড়ু যোগ দেয়। এর মধ্যে ৭৫ জন বালক এবং ১৩ জন বালিকা। সংগঠকদের তরফে শান্তনু রায় জানান, মোট পাঁচটি বিভাগে খেলা হয়। ১৩ থেকে ১৬ বছর বয়সীদের বিভাগে ৭ পয়েন্টের মধ্যে ৭ পয়েন্ট পেয়ে প্রথম হয় সুমিত কুমার। ১৩ বছরের নিচে বালক ও বালিকা বিভাগে প্রথম হয় যথাক্রমে সর্বজিৎ পাল এবং চান্দ্রেয়ী হাজরা। ১১ বছরের নিচে বালক বিভাগে প্রথম সুদর্শন মিত্র। বালিকা বিভাগে শিঞ্জনী সেনগুপ্ত। অনূর্ধ্ব ৯ বিভাগে বালক ও বালিকাদের মধ্যে প্রথম হয় যথাক্রমে তুহিন সাহা ও অদৃজা দাঁ। সাত বছর পর্যন্ত বয়সীদের বালক বিভাগে প্রথম স্থানাধিকারী অর্পণ দাস। মেয়েদের বিভাগে প্রথম বৃষ্টি মুখোপাধ্যায়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার কার্যকরী সম্পাদক উদয়নকান্তি ঘোষ, আয়োজক সংস্থার সভাপতি সুদীপ্ত হালদার, সম্পাদক ইন্দ্রনীল দাস, হুগলি জেলা দাবা সংস্থার সম্পাদক প্রবীর কংসবণিক, উত্তরপাড়া-কোতরং পুরসভার মেয়র-ইন-কাউন্সিল দিলীপ যাদব প্রমুখ। সর্বকনিষ্ঠ প্রতিযোগী ৫ বছরের অরিত্র বন্দ্যোপাধ্যায়কেও পুরস্কৃত করা হয়।
|
র্যান্টি ডেম্পোর পথেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গলে না গিয়ে র্যান্টি মার্টিন্স ফের ডেম্পোয় যেতে চলেছেন। তাঁর সঙ্গে ডেম্পোর কথাবার্তা মোটামুটি পাকা। তবে এটাও টাকা বাড়ানোর খেলা কি না, তা স্পষ্ট নয়। |