সমর্থকদের স্বপ্নের টেস্ট দল নির্বাচন নিয়ে তোপের মুখে আইসিসি মহাকর্তা
ক্রিকেটের আদি বাসস্থান থেকে ছড়িয়ে গেল বিতর্কটা! আর তার দাবানল জ্বলা শুরু হল খোদ আইসিসি মহাকর্তা হারুন লর্গ্যাটের সামনেই। উড়ে আসতে থাকা মিডিয়া বাউন্সারের কোনওটাতে তিনি ‘ডাক্’ করলেন। কোনওটা গায়ে খেলেন। কিন্তু একবারও সন্তোষজনক কোনও জবাব খুঁজে পেলেন না।
দু’হাজারতম টেস্ট ম্যাচকে বাড়তি সম্মান দেওয়ার জন্য আইসিসি লর্ডসে বিশেষ রৌপ্য মুদ্রা বার করেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঈর্ষান্বিত থাকা উচিত ঋদ্ধিমান সাহা সম্পর্কে যে, বিশেষ মুদ্রাটি শুধু দু’টিমের ক্রিকেটারদেরই স্মারক হিসেবে উপহার দেওয়া হচ্ছে। মুদ্রা প্রকাশ, ভারত-ইংল্যান্ড বোর্ড কর্তাদের নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এবং সমর্থকদের বাছা গ্রেটেস্ট টেস্ট টিম এই হল আইসিসি-র লর্ডস টেস্টের মেনু।
কিন্তু দল ঘোষণার মুহূর্ত থেকেই এমন বিরূপ প্রতিক্রিয়া শুরু হল যে, যিনি দলটা পড়ে শোনালেন, সেই জোনাথন অ্যাগনিউ সতর্ক করে দিলেন, “শকড্ হবেন না। কিন্তু এটাই টিম।” লর্ডস ইন্ডোর স্টেডিয়ামের ওপর তলায় যে ঘরে সাংবাদিক জমায়েত ছিল, সেখান থেকে বার হওয়ার সময় আইসিসি নিযুক্ত সংযোজক, ইংল্যান্ডের প্রাক্তন পেসার অ্যাগনিউ নিজেই বলে গেলেন, “কী হাস্যকর নির্বাচন। জ্যাক হবস বোধহয় সমাধিতে নড়েচড়ে শুলেন।”
নির্বাচিত দলে চার জন করে ভারতীয় এবং অস্ট্রেলীয় প্লেয়ার। দু’জন ওয়েস্ট ইন্ডিয়ান। এক জন পাকিস্তানি। কিন্তু অবিশ্বাস্যটিমে ভিভ নেই। সর্বকালের সেরা ফাস্ট বোলার হিসেবে যে দু’জনের মধ্যে গিয়ে লড়াইটা অমীমাংসিত থেকে যায়, সেই মার্শাল বা লিলি কেউ নেই। আর যাঁকে নিয়ে কোনও কালে কখনও কোনও নির্বাচনী তর্কই হয়নি, সেই গ্যারি সোবার্স বাদ! ক্রিকেট এবং অবসর জীবন মিলিয়ে এই প্রথম বোধহয় সোবার্স কোনও দল থেকে বাদ পড়লেন। এমন বিশ্ব একাদশও কখনও হয়নি যেখানে হবস-হাটন-লারউড-হ্যামন্ডের ইংল্যান্ড সম্পূর্ণ অনুপস্থিত। অকল্পনীয় ভাবে এই টিমে কোনও ইংরেজ ক্রিকেটার নেই!

প্রশ্ন: এটা কী? ভিভ নেই। সর্বকালের সেরা চার ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারের মধ্যে কেউ নেই। কেউ সিরিয়াসলি নেবে এই টিম?
হারুন লর্গ্যাট: আমাদের যে একমত হতেই হবে তার কোনও মানে নেই। ফ্যানেরা বেছেছেন। ওঁদের উৎসাহ ছিল দেখার মতো। ইন্টারনেটে আড়াই লক্ষ ভোট পড়েছে। চাট্টিখানি কথা নাকি?

প্র: কিন্তু এতে তো একটা নির্দিষ্ট বয়সিদের ভোট প্রাধান্য পেয়েছে। তা-ও একটা বিশেষ দেশ থেকে বোঝাই যাচ্ছে। এটা কি উপযুক্ত বিচার?
লর্গ্যাট: সে হোক না। তরুণরা টেস্ট ক্রিকেট নিয়ে চর্চা করছে এটাই তো দারুণ আশার কথা।

প্র: এ ভাবেই যদিদল বাছা হবে তা হলে একটা সময় ঠিক করে দিলেই তো হত। ১৯৮২-২০১১ শেষ তিরিশ বছর ধরা হবে।
লর্গ্যাট: তা কেন? আমি-আপনি হলে হয়তো অন্য দল বাছতাম। কিন্তু ফ্যানদের আমাদের সঙ্গে একমত হতে হবে তার কী মানে আছে?

প্র: তবু বিশ্বাসযোগ্যতা বলে একটা কথা আছে তো। গ্রেটেস্ট টেস্ট টিমে সোবার্সকে হারিয়ে কপিল দেব! লোকে তো হাসবে।
লর্গ্যাট: দেখুন ইন্টারনেটে ভোটিং হয়েছে। যে বেশি ভোট পেয়েছে জিতেছে। বোঝাই যাচ্ছে আধুনিক সময়ে খেলা ক্রিকেটাররা বেশি অগ্রাধিকার পেয়েছে। তাতে ক্ষতি কী!
বিশ্ব একাদশে ভারতের চার

প্র: আইসিসি কেন এত ওজনদার একটা ব্যাপার ইন্টারনেট ভোটিংয়ের ওপর ছেড়ে রাখল? তারা তো নিজেরাই একটা কমিটি ঠিক করে গ্রেটেস্ট টিম বাছতে পারত।

লর্গ্যাট: আরে এত বলছেন কেন? বিষ্যুতবার দিন টিমটা বার হতে দিন না। তরুণ ফ্যানেদের উৎসাহের বহর লক্ষ করবেন। খুচখাচ বিতর্ক তো হতেই পারে। কিন্তু এখানে আসল কথাটা হল মজা। এটা মজার ক্রিকেট অনুশীলন।

প্র: তার মানে আপনারা বাণিজ্যকেই দল বাছায় গুরুত্ব দিয়েছেন। গাম্ভীর্যকে নয়?
লর্গ্যাট: খুব ইন্টারেস্টিং নির্বাচন। বললাম তো, সবাইকে একমত হতে হবে কোনও মানে নেই।
সম্মেলনের শেষেও লর্গ্যাট আনন্দবাজারকে বললেন, “আমরা তো দায়ী নই। আইসিসি টিম করেনি। করেছে ফ্যানেরা। এত ক্ষোভের কী আছে ভাই!
বললেন। কিন্তু প্রথম দিনেই যা বিতর্কের আঁচ, তাতে গ্রেটেস্ট দল নির্বাচনকে কলঙ্কজনক অধ্যায় হিসেবে যদি অভিহিত হতে নাও হয়, ‘এক অঙ্কের তামাশা’ হিসেবে ইতিমধ্যে গণ্য হচ্ছে। দু’হাজারতম টেস্টের জন্য তৈরি সব মহা অলঙ্কারের মধ্যে এই স্বপ্নের দলটাকে মনে হচ্ছে সমর্থকেরাও খাঁটি সোনা হিসেবে স্বীকৃতি দেবেন না।

নেই
ভিভিয়ান রিচার্ডস জ্যাক হবস গারফিল্ড সোবার্স ম্যালকম মার্শাল ডেনিস লিলি
টেস্ট ১২১,
রান ৮৫৪০,
গড় ৫০.২৩, সেঞ্চুরি ২৪
টেস্ট ৬১,
রান ৫৪১০,
গড় ৫৬.৯৪, সেঞ্চুরি ১৫
টেস্ট ৯৩,
রান ৮০৩২, গড় ৫৭.৭৮,
সেঞ্চুরি ২৬, উইকেট ২৩৫
টেস্ট ৮১,
উইকেট ৩৭৬,
গড় ২০.৯৪
টেস্ট ৭০,
উইকেট ৩৫৫,
গড় ২৩.৯২
সুনীল গাওস্কর, বীরেন্দ্র সহবাগ, ডন ব্র্যাডম্যান, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, কপিল দেব,
অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রম, কার্টলে অ্যামব্রোস, গ্লেন ম্যাকগ্রা
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.