|
|
|
|
সম্পদকর্মীকে সরানোর দাবি আরামবাগে |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
দুই সম্পদকর্মীর বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে তাঁদের সরানোর দাবিতে আরামবাগ ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন মায়াপুর-২ পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার দুপুরে প্রায় আধ ঘণ্টা বিক্ষোভের পরে বিডিও মৃণালকান্তি গুঁইকে স্মারকলিপি দেওয়া হয়। চাঁপা রানা এবং সোনালি ঘোষাল নামে ওই দুই সম্পদকর্মী তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্পদকর্মীদের ‘দৈনিক কাজের ভিত্তিতে বেতন’-এর চুক্তিতে নিয়োগ করে জেলা গ্রামোন্নয়ন দফতর। তাঁদের কাজ ‘স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা’ প্রকল্পের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেওয়া এবং মহিলাদের পরিচালনা করা। যাতে স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলারা স্বনির্ভর হতে পারেন। কিন্তু মায়াপুর-২ পঞ্চায়েতের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অভিযোগ, ওই দুই সম্পদকর্মীর খামখেয়ালিপনা এবং কাজে গাফিলতির জন্য ৭৬টি স্বনির্ভর গোষ্ঠী পাঁচ মাস ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। গোষ্ঠীগুলি বিপাকে পড়েছে। এ দিন বিক্ষোভকারীদের পক্ষে ‘সন্তোষীমাতা’ গোষ্ঠীর সদস্যা তথা সঙ্ঘ নেত্রী বন্দনা কুণ্ডু বলেন, “সম্পদকর্মীরা বৈঠক করে বা খাতাপত্র দেখে দল পরিচালনার ব্যাপারে উদ্যোগী হচ্ছেন না।”
ওই দুই সম্পদকর্মী আবার গোষ্ঠীগুলির কিছু মহিলার বিরুদ্ধেই তাঁদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। চাঁপাদেবীর অভিযোগ, “রাজনৈতিক ভাবে আমাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। বাড়িতে হামলা হয়েছে। আমরা কাজে যেতে চাইলেও বাধা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিডিওকে জানিয়েছি।” বিডিও জানান, তিনি দু’পক্ষেরই অভিযোগ পেয়েছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। |
|
|
|
|
|