টুকরো খবর

সিঙ্গুরে আইন-শৃঙ্খলার অবনতি এবং অশান্ত পরিবেশের জন্যই ন্যানো প্রকল্প সরিয়ে নিয়ে যেতে হয় বলে সোমবার সওয়াল করলেন টাটা মোটরসের আইনজীবী সমরাদিত্য পাল। ন্যানো প্রকল্প গুটিয়ে নিয়ে যাওয়ার পিছনে রাজ্যের ব্যর্থতাকেই সমরাদিত্যবাবু দায়ী করেছেন। তাঁর বক্তব্য, সিঙ্গুরের লিজ চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে ওই জমি ব্যবহার করার কথা ছিল। টাটা মোটরস সম্পূর্ণ ভাবে সেই চুক্তি রক্ষা করেছিল। কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমিত্র পালের এজলাসে এ দিন শুনানির শুরু থেকে শেষ পর্যন্ত সমরাদিত্যবাবু বিচারপতির সামনে বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে এনে বোঝানোর চেষ্টা করেন, কোন পরিস্থিতিতে সিঙ্গুর থেকে টাটা মোটরসকে চলে যেতে হয়েছিল। সিঙ্গুরের ওই সময়কার পরিস্থিতি নিয়ে টাটা মোটরস পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে বিভিন্ন সময়ে যে চিঠি দেয়, তারও উল্লেখ করেন তিনি। সমরাদিত্যবাবু জানান, সিঙ্গুরের জমি টাটা মোটরস ফেলে রেখে দেয়নি। সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কারখানা গড়ে উঠেছিল। কিন্তু গাড়ি উৎপাদনের উপযুক্ত পরিবেশ সেখানে না থাকায়, শেষ পর্যন্ত ন্যানো গাড়ি সিঙ্গুর থেকে বের করা সম্ভব হয়নি। তাই এটা কখনওই বলা যায় না যে, জনস্বার্থমূলক প্রকল্পটিকে টাটা মোটরস সিঙ্গুর থেকে সরিয়ে নিয়ে চলে গিয়েছিল। আজ, মঙ্গলবারও এই মামলার শুনানি চলবে। টাটা মোটরসের আইনজীবী সমরাদিত্যবাবুই তাঁর সওয়াল চালিয়ে যাবেন।

বেআইনি ভাবে মদ-গাঁজা বিক্রির বিরুদ্ধে রবিবার রাত থেকে অভিযান শুরু করল আরামবাগ থানার পুলিশ। ওই রাতেই চাঁদুর বাসস্ট্যান্ড থেকে আড়াই কেজি গাঁজা-সহ সইদুল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়ি চামুরচক গ্রামে। তাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা বিক্রির একটি চক্রের হদিস মিলেছে বলে পুলিশের দাবি। বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে তল্লাশি চালানো হয় বাইশ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন দোকানে। একটি জামাকাপড় তৈরির দোকান থেকে কয়েক লিটার মদ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় সূর্যকান্ত রায় নামে এক দর্জিকে। দোকান-মালিক মিঠুন মেদ্দা পলাতক। ওই এলাকার আরও কিছু দোকানে মদ বিক্রি হয় বলে পুলিশ জেনেছে।

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে খানাকুলের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা দুর্গা বুদুক (২০) নামে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি বিষ খেয়ে আত্মঘাতী হন।

দু’টি বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক আরোহীর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের বাঙ্গিহাটি এলাকার মাধপুরে দিল্লি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম অর্জুন বাগ (৩৩)। বাড়ি মাধপুরেই। অর্জুনবাবু বাঙ্গিহাটিতে দিল্লি রোড-লাগোয়া একটি কারখানায় কাজ করতেন। এ দিন দুপুরে বাইকে চেপে নওগার দিক থেকে বাড়ি ফিরছিলেন। পৌঁনে ১টা নাগাদ মাধপুর বাসস্ট্যান্ডের কাছে উল্টো দিক আসা অন্য একটি বাইকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। দেহ ময়না-তদন্তে পাঠায় পুলিশ।

গন্ধর্বপুর অভিযাত্রী সঙ্ঘের ৬১তম সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল। তিন দিনের অনুষ্ঠানে ছবি আকা, নৃত্য, আবৃত্তি ছাড়াও ছিল একাঙ্ক নাটক প্রতিযোগিতা। শ্রেষ্ঠ প্রযোজনার স্বীকৃতি পায় হালিশহরের ইউনিটি মালঞ্চ। সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন কাজী আব্দুর রহিম দিলু, জীতেন সেন, গোবিন্দ মন্ডল, সত্যজিত সরকার প্রমুখ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শেষ দিনে বিশিষ্ট শিল্পী গৌতম ঘোষ সঙ্গীত পরিবেশন করেন।
Previous Story South First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.