|
|
|
|
কলেজে ঢুকে বহিরাগতদের মারপিট, ধৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
ক্লাস শুরুর আগে পরিচিতি পর্বেই (অ্যাসেম্বল) বহিরাগতদের ঢোকা নিয়ে দু’দল ছাত্রের মধ্যে মারপিটের ঘটনা ঘটল শ্রীরামপুর কলেজে। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে। মারপিট থামাতে গেলে কলেজের শিক্ষকদেরও ধাক্কা দেওয়া হয়। এতে এক শিক্ষকের অল্পবিস্তর আঘাত লাগে। নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের অনেকে আতঙ্কে অনুষ্ঠান ছেড়ে চলে যান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকেন কলেজ কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে এক বহিরাগতকে গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কলেজ সূত্রে জানা গিয়েছে, ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে এ দিনই আনুষ্ঠানিক ভাবে কলেজ শুরু হয়। প্রথা অনুযায়ী, কলেজের মেন হলে নবাগত ছাত্রছাত্রীদের জড়ো হওয়ার কথা। সেখানে কলেজ প্রশাসনের বক্তব্যের পরে দুপুরে ছাত্র সংসদ পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়। কলেজের নিয়মানুযায়ী পরিচয়পত্র না নিয়ে কোনও ছাত্রছাত্রী কলেজে প্রবেশ করতে পারেন না। এ দিন অবশ্য নিয়মের সেই বেড়াজাল অনেকটাই শিথিল ছিল। তার উপর অনেকের পরিচয়পত্রে এখনও কর্তৃপক্ষের স্বাক্ষর হয়নি বলে কলেজ সূত্রের খবর। সেই সুযোগে বিভিন্ন বর্ষের ছেলেমেয়েদের সঙ্গে বেশ কিছু বহিরাগত যুবক অনুষ্ঠানে ঢুকে পড়েন। শুরু হয় গানের সঙ্গে চটুল নাচ। অনেকের আচরণ শালীনতার সীমা ছাড়িয়ে যায় বলে অভিযোগ। সেই নিয়েই দু’দল ছাত্রের মধ্যে প্রথমে বচসা থেকে ধ্বস্তাধ্বস্তি, মারপিট শুরু হয়ে যায়। খবর পেয়ে মারামারি থামাতে যান কয়েক জন শিক্ষক। সেই সময় এক শিক্ষককেও ধাক্কা দেওয়া হলে তিনি আঘাত পান। গণ্ডগোল বাড়ার আশঙ্কায় ছাত্রছাত্রীরাও অনেকে অনুষ্ঠান ছেড়ে চলে যান। পরিস্থিতি বেগতিক দেখে শ্রীরামপুর থানায় খবর দেন কলেজ কর্তৃপক্ষ। শ্রীরামপুর থানাার আইসি তথাগত পাণ্ডে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। তাঁরা অনুষ্ঠান বন্ধ করার আবেদন করেন আয়োজকদের। অবশ্য তার আগেই গোলমালকারীদের অনেকেই পালিয়ে যান। পুলিশ বহিরাগতদের পিছু ধাওয়া করে একজনকে ধরে ফেলে। জেলা পুলিশের এক কর্তা জানান, কলেজে বহিরাগতদের কোনওরকম বেয়াদপি সহ্য করা হবে না। পুলিশি নজরদারি থাকবে। |
|
|
|
|
|